Kalighat Temple

Papiya Paul

Kalighat Temple: শুধু পাঞ্জাবের স্বর্ণমন্দির নয়, এবার সোনায় মুড়ে দেওয়া হবে কালীঘাট মন্দিরকেও!

নিউজশর্ট ডেস্কঃ অমৃতসরের স্বর্ণমন্দির, বহু মানুষ এই তীর্থস্থানে ঘুরতে আসেন। দেশ কিংবা বিদেশ সকল পর্যটকদের কাছে এটি একটি অন্যতম জনপ্রিয় মন্দির। এই মন্দিরটি পুরোটাই সোনায় তৈরি যা পর্যটকদের আরো বেশি আকর্ষণীয় করে তোলে। তাই প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ পাঞ্জাবের স্বর্ণমন্দির দর্শনে বেরিয়ে পড়েন। এই তালিকায় আমাদের রাজ্যের বহু পর্যটক ও আছেন।

   

তবে এবার পাঞ্জাবে নয়, পশ্চিমবঙ্গতেও তৈরি হচ্ছে স্বর্ণমন্দির! সূত্র মারফত জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের কালীঘাট মন্দিরকে(Kalighat Temple)ও সোনায় মুড়ে ফেলার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। এখন এই মন্দিরের সংস্কারের কাজ চলছে। আর এই খবর সামনে এসেছে।

প্রসঙ্গত, এই মুহূর্তে সারা দেশ জুড়ে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন নিয়ে আলাদা উত্তেজনা কাজ করছে। তার ওপর বাংলায় যদি কালীঘাটের মন্দির স্বর্ণমন্দিরে রূপান্তরিত হয়। তাহলে রাজ্যবাসীর কাছে এটি একটি বড় পাওনা। মনে করা হচ্ছে কালীঘাটের মন্দির যদি সত্যি সোনায় মুড়ে ফেলা হয়। তাহলে পর্যটন শিল্পের ক্ষেত্রেও অনেক উন্নতি হবে। এ মুহূর্তে কালীঘাটের মন্দির সংস্কার করার দায়িত্ব দেওয়া হয়েছে মুকেশ আম্বানির সংস্থাকে।

আরও পড়ুন: Digha: এবার রাতেও ট্রেনে করে যেতে পারবেন দীঘা? জানুন কবে, কখন, কোথা থেকে ছাড়ে ট্রেন?

এখন এই মন্দির সংস্কারের পাশাপাশি স্কাইওয়াক তৈরি করা হবে। আর এবার শোনা যাচ্ছে, কালীঘাটের মন্দিরের চূড়া ৫০ কেজি সোনা দিয়ে মুড়ে ফেলা হবে। এছাড়াও মন্দিরের গর্ভগৃহ থেকে শুরু করে নাটমন্দির সমস্ত জায়গাকেই আবার সংস্কার করা হবে। প্রথমদিকে এই মন্দির সংস্কারের দায়িত্ব ছিল কলকাতা পুরসভার হাতে। এরপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দির সংস্কারের দায়িত্ব আম্বানিদের হাতে তুলে দেন।

তবে এই মন্দির সংস্কারের কাজ দেড় বছর পেরিয়ে গেলেও এখনো তা পুরো সংস্কার করা সম্ভব হয়নি। আর এক্ষেত্রে উষ্মা  প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রীও। তবে এই মন্দির সংস্কারের কাজ এখন জোর কদমে চলছে। এই স্কাইওয়াক এবং মন্দিরে প্রবেশের মূল পথ চালু করার জন্য মন্দিরের সামনে দোকানিদের উচ্ছেদ করা হয়েছে।