নিউজশর্ট ডেস্কঃ বহু মানুষ অর্থ উপার্জনের পাশাপাশি নিজের মনের মধ্যে আলাদা একটি সুপ্ত বাসনা রেখেই দেয়। অনেকেই চান কোটিপতি হতে। কিন্তু শুধুমাত্র মনে মনে ভাবলেই রাতারাতি কোটিপতি হওয়া সম্ভব নয়। এর জন্য সঠিক প্ল্যান করে সঞ্চয় করা প্রয়োজন।
এর পাশাপাশি সেই সঞ্চয় সঠিক জায়গায় বিনিয়োগ যদি করা যায় তাহলেই নিজের লক্ষ্যে পৌঁছানো যাবে। কোটিপতি হতে গেলে বেশ কয়েকটি নিয়ম রয়েছে, যেগুলো অবশ্যই মেনে চলতে হবে। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বীমা সংস্থা এলআইসির(LIC Plan) তিনখানা প্ল্যান রয়েছে যা আপনাকে কোটিপতি করে তুলতে পারে।
ভারতের জনগণের কাছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, খুব জনপ্রিয় ভূমিকা পালন করে। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে এই সংস্থা বেশকিছু স্কিম নিয়ে এসেছে। যেখানে অল্প বয়স থেকে শুরু করে সিনিয়র সিটিজেন সকলের জন্য বিভিন্ন রকমের পলিসি রয়েছে। এলআইসির এমন তিনটি সেরা প্ল্যান রয়েছে যেগুলো যেকোন মানুষকে কোটিপতি করে তুলতে পারে।
এলআইসির জীবন শিরোমনি পলিসিতে ১৬ বছরের জন্য প্রিমিয়াম দিতে হবে। এই পলিসিতে রোজ ৫০০ টাকা করে জমালে গ্রাহকদের এক কোটি টাকা রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া জীবন লাভ পলিসিতে ৮ বছর বয়স থেকে ৫৯ বছর বয়সের গ্রাহকদের জন্য রয়েছে। এই পলিসি থেকেও ১ কোটি টাকা পাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া এলআইসির আরেকটি পলিসি রয়েছে জীবন উমং পলিসি। যেখানে আপনাকে পঁচিশ বছরের জন্য প্রিমিয়াম দিতে হবে। এই পলিসি ৩ মাস বয়সী শিশু থেকে ৫৫ বছর বয়সী যে কেউ করতে পারে।