Bollywood

Papiya Paul

শাহরুখ-রণবীরের নিজের দিদি আছে জানেন? বলিউডের ৯ তারকার অচেনা ভাই-বোনদের চিনে নিন

বলিউডের(Bollywood) সেলিব্রিটিদের(Celebrity) সঙ্গে প্রায় সময় তাদের বোন-ভাইদের সঙ্গে ছবি দিতে দেখা যায়। এমনকি অনেক তারকাই আছেন যাদের সঙ্গে সমান জনপ্রিয় তাদের ভাই-বোনেরা। আবার সইফ আলি খান(Saif Ali Khan), করিনা কাপুর খান(Kareena Kapoor Khan), অর্জুন কাপুর(Arjun Kapoor) এদের ভাইবোনেরা অভিনয়ের সঙ্গে যুক্ত থাকার জন্য তারাও বেশ জনপ্রিয়।

আপনারা জানলে অবাক হবেন বলিউডের এমন কিছু জনপ্রিয় তারকা রয়েছেন, যাদের ভাইবোনেরা অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন, এমনকি অনেকেই তাদেরকে চেনেও না। ক্যামেরার সামনে আসতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করেন না তারা। আজকের এই প্রতিবেদনে বলিউডের এমন কিছু তারকাদের সঙ্গে আপনাদের পরিচয় করাব।
১)শাহিদ কাপুর- বলিউডের এই অভিনেতার বোন সানাহ কাপুর সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন। যদিও তার এই বোন কিন্তু সৎ বোন। তবুও দুজনের সম্পর্ক কোন ফাটল নেই। বোন সানাহ কাপুরের বিয়েতে জমিয়ে মজা করেছেন অভিনেতা ও তার স্ত্রী মিরা রাজপুত। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দুজনে।
   

২) ক্যাটরিনা কাইফ- ক্যাটরিনা কাইফের কিন্তু সাত বোন। স্টেফানি, মেলিসা, সোনিয়া, ক্রিস্টিনা স্পেনসার, নাতাশা, ইসাবেলা এবং ক্যাটরিনা। কেবলমাত্র ইসাবেলাকে অনেকেই চেনেন। ইতিমধ্যেই বলিউডে কাজ করে ফেলেছেন ইসাবেলা। ক্যাটরিনা ও ভিকির বিয়ের দিন এদের সকলকে একসঙ্গে দেখা গিয়েছে।

৩) শাহরুখ খান- শাহরুখ খানের যে নিজের দিদি রয়েছে একথা অনেক মানুষই জানেন না। শাহরুখের এই দিদির নাম শেহনাজ লালারুখ খান। তিনি কখনো ক্যামেরার সামনে আসেননি।

৪) প্রিয়াঙ্কা চোপড়া- প্রিয়াঙ্কার ভাই কেউ খুব একটা ক্যামেরার সামনে আছে দেখা যায় না। তিনি পেশায় একজন বিখ্যাত শেফ। মাঝেমধ্যে ভাইয়ের সঙ্গে ছবি শেয়ার করে থাকেন পিগি চপস।
৫) হৃত্বিক রোশন- হৃত্বিক রোশানের একজন দিদি রয়েছেন যার নাম সুনয়না রোশান, পেশায় তিনি একজন ব্লগার।
৬) রণবীর কাপুর- এই অভিনেতার বোন হলেন ঋদ্ধিমা কাপুর। বলিউডের সঙ্গে তিনি যুক্ত নন। তবে তাকে অনেক সময়ই ক্যামেরার সামনে আছে দেখা যায় বলে তাকে দর্শকেরা চেনেন।
৭) সইফ আলি খান আলি- সোহা আলী খান ছাড়াও সইফের আরেক বোন রয়েছে যার নাম সাবা আলী খান। তিনি পেশায় একজন জুয়েলারি ডিজাইনার। তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত নন, কিন্তু তবুও কাপুর ও খান পরিবারের বিভিন্ন পার্টিতে তাকে দেখতে পাওয়া যায়।

৮) রণবীর সিং- রণবীরের এক দিদি রয়েছে যার নাম ভবানী। তিনি একেবারে ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন না কখনো।

৯) পরিনীতি চোপড়া- পরিণীতি চোপড়ার দুই ভাই রয়েছে যাদের নাম সহজ এবং শিবাঙ্গ। এদেরকেও ক্যামেরার সামনে কখনোই দেখতে পাওয়া যায় না।