India

India: প্রচুর লাভ করেছে তেল কোম্পানীগুলো! এবার কি দাম কমবে পেট্রোল-ডিজেলের? রইল বড় আপডেট

নিউজশর্ট ডেস্কঃ জ্বালানির খরচ ক্রমাগত বেড়েই চলেছে। আর এর ফলে সমস্যাতে পড়ছেন সাধারণ মানুষেরা। তবে এর মধ্যে একটি ভালো খবর সামনে এসেছে। গত অর্থবর্ষে দেশের পাবলিক সেক্টরের তিনটি পেট্রোলিয়াম কোম্পানি বিরাট লাভ করেছে। এই তিনটি পেট্রোলিয়াম কোম্পানি হল-ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড।

প্রায় ৮১ হাজার কোটি টাকার বিরাট মুনাফা লাভ করেছে। এই পরিসংখ্যান তেল সংকট হওয়ার আগের বছরগুলোতে তাদের বার্ষিক আয়ের চেয়ে অনেকটাই বেশি।

আগের বছরের তুলনায় লাভ বেশি: এই কোম্পানিগুলো ইতিমধ্যেই শেয়ার বাজারকে সমস্ত তথ্য জানিয়েছে। ২০২৩ থেকে ২০২৪ অর্থবর্ষে এই তিনটি কোম্পানি স্বতন্ত্র এবং ইন্টিগ্রেটেড ভাবে তাদের সমস্ত মুনাফা লাভ করেছে। স্টক মার্কেট থেকে পাওয়া তথ্য অনুসারে, IOCL ২০২৩-২০২৪ সালে ৩৯,৬১৮.৮৪ কোটি টাকার নেট মুনাফা অর্জন করেছে। যেখানে ২০২২-২০২৩ সালে নিট মুনাফা ছিল ৮,২৪১.৮২ কোটি টাকা।

আরও পড়ুন: BSNL: এবার পাক্কা রাতের ঘুম উড়বে Jio-Airtel-র, মাত্র ৫৮ ও ৫৯ টাকার রিচার্জ প্ল্যান এনে চমকে দিল BSNL

এক্ষেত্রে তেলের কোম্পানির সংকটর আগেও যা মুনাফা হয়েছিল তার থেকে এই বছর মুনাফা অনেকগুণ বেশি হয়েছে। ২০২১-২০২২ সালে এই কোম্পানির নিট মুনাফা ছিল ২৪,১৮৪ কোটি টাকা এবং ২০২০-২০২১ সালে নিট মুনাফা ছিল ২১,৮৩৬ কোটি টাকা।

যদিও BPCL এর ২০২৩-২০২৪ অর্থবর্ষে ২৬,৬৭৩.৫০ কোটি টাকার নিট মুনাফা অর্জন করেছে। এদের স্টক মার্কেটে দেওয়া তথ্য থেকে ২০২৩-২০২৪ সালে HPCL-এর নিট মুনাফা লাভ করতে পেরেছে ১৪,৬৯৩.৮৩ কোটি টাকা। গতবর্ষে এই কোম্পানিটিও ৮,৯৭৪.০৩ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছিল।

আরও পড়ুন: 6G: সবার আগে 6G ডিভাইস আনলো জাপান, ১ সেকেন্ডে ডাউনলোড হবে ৫ টি সিনেমা, স্পিড 5G-র থেকে ৫০০ গুণ বেশি

আর গত অর্থবর্ষে এই ক্ষতির জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৩-২০২৪-এর বাজেটে এই তিনটি পেট্রোলিয়াম কোম্পানিকে ৩০,০০০ কোটি টাকা সাহায্য করার কথা ঘোষণা করেছিলেন। এই অর্থ সাহায্য ইক্যুটি বিনিয়োগ বা রাইটস ইস্যুর মাধ্যমে দেওয়া হবে। যদিও এখনো অর্থ সাহায্য দেওয়া হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, এই তিনটি কোম্পানি গত দু’বছর ধরে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দামে কোনো রকমের পরিবর্তন করেনি। আর তাই বেশি উৎপাদন খরচের জন্যই তাদের লোকসানের মুখে পড়তে হচ্ছে।

Papiya Paul

X