ভারত,পাকিস্তান,ক্রিকেটার,বিয়ে,ভারতীয় নারী,India,Pakistan,Cricketer,Marriage,Indian Women

Moumita

২২ গজের মধ্যে শত্রুতা থাকলেও প্রেম মানেনি কোনো বাধা, ভারতীয় নারীদের প্রেমে পড়েন যে সব পাকিস্তানি ক্রিকেটার

আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী এবং প্রতিদ্বন্দ্বী দল হলো ভারত এবং পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা এবং তখনই গোটা বিশ্বের চোখ থেমে যায় এই ম্যাচের দিকে। এমনকি ক্রিকেট দুনিয়ার ইতিহাস ঘাঁটলে এই দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির উদাহরণও উঠে আসবে। তবে বাইশ গজের মধ্যেকার সম্পর্কে শত্রুতা থাকলেও প্রেমের ক্ষেত্রে এসব বিশেষ প্রভাব ফেলেনি। এমন অনেক পাকিস্তানি ক্রিকেটার রয়েছেন যারা নিজেদের হৃদয় বন্ধক রেখেছেন ভারতীয় নারীদের কাছে। এমনকি বিয়ে করে সংসারও করছেন তারা।

   

১) শোয়েব মালিক এবং সানিয়া মির্জা:- এই তালিকায় সবার আগে রয়েছে পাকিস্তানের অলরাউন্ডার ক্রিকেটার শোয়েব মালিকের নাম। 2010 সালে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন তিনি এবং বর্তমানে ইজান নামে একটি ছেলেও রয়েছে তাদের।

ভারত,পাকিস্তান,ক্রিকেটার,বিয়ে,ভারতীয় নারী,India,Pakistan,Cricketer,Marriage,Indian Women

২) হাসান আলী এবং সামিয়া আরজু:- পাকিস্তানি ক্রিকেট দলের ফাস্ট বোলার হাসান আলীর নামও রয়েছে এই তালিকায়। উল্লেখ্য, তিনি 2019 সালের 20 আগস্ট দুবাইয়ের মাটিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হরিয়ানার বাসিন্দা সামিয়া আরজুর সাথে।

ভারত,পাকিস্তান,ক্রিকেটার,বিয়ে,ভারতীয় নারী,India,Pakistan,Cricketer,Marriage,Indian Women

৩) জহির আব্বাস এবং রীতা লুথরা:- 1988 সালে ভারতের বাসিন্দা রীতা লুথরাকে বিয়ে করেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার জহির আব্বাস। যদিও জহির আব্বাসের এটি প্রথম বিবাহ নয়। নিজের প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে রীতাকে বিয়ে করেন তিনি‌। অপরদিকে বিয়ের পরপরই রীতা নিজের ধর্ম পরিবর্তন করে সামিনা আব্বাস নাম রাখেন নিজের। সামিনা আব্বাস পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার এবং বর্তমানে এই দম্পতি করাচিতে থাকেন।

ভারত,পাকিস্তান,ক্রিকেটার,বিয়ে,ভারতীয় নারী,India,Pakistan,Cricketer,Marriage,Indian Women

 

৪) মহসিন খান এবং রীনা রায়:- পাকিস্তানি ক্রিকেট দলের সুপরিচিত ক্রিকেটার মহসিন খান বলিউডের বিখ্যাত অভিনেত্রী রীনা রায়কে বিয়ে করেন এবং বিয়ের পর এই দম্পতি মুম্বাইয়ে স্থায়ী হন। জন্নত নামের একটি কন্যাও রয়েছে তাদের। যদিও রীনা এবং মহসিনের দাম্পত্য খুব জীবন বেশিদিন টেকেনি। 1990 সালে দুজনেই ডিভোর্সের মাধ্যমে এই সম্পর্কের ইতি টানেন।

ভারত,পাকিস্তান,ক্রিকেটার,বিয়ে,ভারতীয় নারী,India,Pakistan,Cricketer,Marriage,Indian Women