Arijit

টি-২০ বিশ্বকাপ জিততে হলে এদের দলে নিতেই হবে, কাদের ইঙ্গিত করলেন ভাজ্জি

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে মারকাটারি পারফরম্যান্স করেন পৃথ্বী শ এবং ঈশান কিশান। ওপেন করতে নেমে 24 বলে 43 রানের ইনিংস খেলেন পৃথ্বী অপরদিকে ছক্কা মেরে ওয়ানডে ক্যারিয়ার শুরু করেন ঈশান। 42 বলে 59 রান করেন তিনি।

   

এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং বলেন, ” টিটোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে পৃথ্বী-ঈশানের মত ক্রিকেটারদের প্রয়োজন। ওরা যেভাবে ব্যাট করে তাতেই বোঝা যায় ওদের ক্ষমতা কতটা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাইলে এমন ক্রিকেটারদের দলে রাখতেই হবে। প্রতিপক্ষ যেই হোক না কেন সেটা না দেখে ওরা সবসময় নিজেদের স্বাভাবিক খেলায় খেলে।”

ভাজ্জি আরও বলেন, এই ক্রিকেটারদের নেওয়ার জন্য যদি সিনিয়র ক্রিকেটারদের বাদ দিতেও হয় আমার মনে হয় নির্বাচকদের সেটাই করা উচিত। কারণ বিশ্বকাপ জিততে গেলে এমন ক্রিকেটারদের প্রয়োজন। সেই সঙ্গে ভাজ্জির মতে সূর্যকুমার যাদব ইতিমধ্যেই বিশ্বকাপের দলে জায়গা করে ফেলেছেন।”