Arijit

রোহিতের পরিবর্তে কে হবেন কোহলির ডিপুটি! জোরালো হচ্ছে এই ৩টি নাম

বারবার অধিনায়ক পরিবর্তন হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের। কয়েক দিন আগে বিরাট কোহলির পরিবর্তে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে এবং সহ-অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে কে এল রাহুলের হাতে। টেস্ট ক্রিকেটে সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে অজিঙ্কা রাহানেকে। তার পরিবর্তে দায়িত্ব পেয়েছেন রোহিত শর্মা। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে হঠাৎই চোট পেয়ে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা।

   

এর ফলে কে হবেন ভারতীয় টেস্ট দলে বিরাট কোহলির সরকারি? এই নিয়েই চলছে জল্পনা!

চেতেশ্বর পুজারা:- রোহিত শর্মার অনুপস্থিতিতে যে সমস্ত ক্রিকেটারদের নাম সহ অধিনায়কের হিসেবে উঠে আসছে তাদের মধ্যে অন্যতম হলেন চেতেশ্বর পুজারা। তবে দীর্ঘদিন ধরে ব্যাট হাতে ছন্দে নেই পূজারা। এমন পরিস্থিতিতে কি পূজারার হাতে দায়িত্ব তুলে দেবে বিসিসিআই সেটাই দেখার।

কে এল রাহুল:- বর্তমানে ওয়ানডে ক্রিকেটে ভারতের সহ অধিনায়ক কে এল রাহুল। রোহিতের ডিপুটি হিসেবে কাজ করবেন তিনি। টেস্টে রোহিতের অনুপস্থিতিতেও তাকে যদি সহ-অধিনায়ক করা হয় তাহলে বিরাট কোহলির ডিপুটি হিসেবেও কাজ করার সুযোগ পেয়ে যাবেন রাহুল। এক্ষেত্রে রাহুলের রোহিত এবং বিরাট ভারতের দুই অধিনায়কের ডিপুটি হিসেবে কাজ করার অভিজ্ঞতা হবে। তাই রাহুলকে সহ অধিনায়ক করার সম্ভাবনা সবথেকে বেশি।

রবীচন্দ্রন অশ্বিন:- ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য রবীচন্দ্রন অশ্বিন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশেও যে অশ্বিন থাকবেন তা বলাই বাহুল্য। অর্থাৎ রবীচন্দ্রন অশ্বিনকে সহ অধিনায়ক হিসেবে দেখলেও খুব একটা অবাক হওয়া যাবে না।