Arijit

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর টি-২০ ক্রিকেটকে বিদায় জানাবেন এই তিন ভারতীয়

এই মুহূর্তে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলছে ভারত। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পরই টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দেশ। এই দুটি সিরিজেই ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজ শেষ হওয়ার পরই ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে না পারার কারণে বেশ কয়েকজন ক্রিকেটার টি-টোয়েন্টি ফরম্যাট থেকে চিরদিনের জন্য বিদায় নিতে চলেছেন।

   

আসুন এক নজরে দেখে নেওয়া যাক তাদের তালিকা:-

শিখর ধাওয়ান:- দীর্ঘদিন পর দক্ষিণ আফ্রিকায় একদিনের ক্রিকেটে সুযোগ পেয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শিখর ধাওয়ান। তবে ওয়ানডে ফরমেটে ভালো খেললেও টি-টোয়েন্টি ফরম্যাটে যেহেতু নির্বাচকরা তরুণ ক্রিকেটারদের বেশি পছন্দ করছেন সেই কারণে দীর্ঘদিন ধরে বাদ পড়তে হয়েছে শিখর ধাওয়ানকে। মনে করা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরই ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাট থেকে সরে যেতে চলেছেন ধাওয়ান।

ভুবনেশ্বর কুমার:- দীর্ঘদিন ধরে অফ ফর্মে রয়েছে ভুবনেশ্বর কুমার। ভারতীয় দলে সুযোগ পেয়েও নিজের স্বাভাবিক বোলিং করতে পারছেন না তিনি। অপরদিকে এই মুহূর্তে ভারতের হাতে রয়েছে অনেক বিকল্প। স্বাভাবিকভাবেই এবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে সরে দাঁড়াতে পারেন ভুবনেশ্বর কুমার।

কুলদীপ যাদব:- দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে জায়গা পেলেও প্রথম একাদশে সুযোগ হয়নি কুলদীপ যাদবের। এই মুহূর্তে ভারতীয় দলে অনেক প্রতিভাবান স্পিনার রয়েছে। তাই এই দলে কুলদীপ জায়গা হবে বলে মনে হচ্ছে না।