Arijit

মহম্মদ সামির কেরিয়ার শেষ করে দিতে পারে বিরাটের পছন্দের এই ধ্বংসাত্মক বোলার

আজ থেকে কানপুরে শুরু হয়ে গেল ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ। এই টেস্ট সিরিজে ভারতের প্রথম সারির একাধিক খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছেন জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সামির মতো তারকা জোরে বোলাররাও।

   

মহম্মদ সামি ভারতীয় টেস্ট দলের এমন একজন সদস্য যাকে ছাড়া ভারতীয় টেস্ট দল ভাবায় জানিনা। বিশেষ করে দেশের মাটিতে মহম্মদ সামির বিকল্প হয় না। ভারতের এই সুইং পিচে মহম্মদ সামির আগুনে বোলিং যে কোন দলের ব্যাটসম্যানদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু দীর্ঘদিন ধরে এক নাগারে জাতীয় দলের হয়ে খেলার কারণে এই টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ সামিকে।

টেস্ট ক্রিকেটে মহম্মদ সামির পরিসংখ্যান মারাত্মক। মহম্মদ সামির পরিসংখ্যান দেখে যেকোন কিংবদন্তি ক্রিকেটারও লজ্জায় পড়ে যাবে। দেশের এখনো পর্যন্ত 54 টি টেস্ট ম্যাচ খেলে 195 টি উইকেট শিকার করেছেন মহম্মদ সামি। ইকোনমি 3.29, গড় 27.6।

তবে এত ভালো পরিসংখ্যান থাকার সত্ত্বেও ভারতীয় টেস্ট দলে মহম্মদ সামির ভবিষ্যতে এখনও সুনিশ্চিত নয়। জাতীয় দলে মহম্মদ সামির জায়গায় থাবা বসতে চলেছেন এক তরুণ ভারতীয় বোলার। ভারতের টেস্ট দল নিয়ে বরাবরই এক আলাদা চিন্তাভাবনা করে থাকেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তেমনটাই হতে চলেছে। বিরাট কোহলির পরিকল্পনা রয়েছে মহম্মদ সিরাজ যিনি ভবিষ্যতে ভারতীয় দলে মহম্মদ সামির জায়গা দখল করতে পারেন।