World: বিশ্বের এই দেশেই সবথেকে বেশি মানুষ ‘ঘরছাড়া’! তালিকাতে আছে পাকিস্থান, বাংলাদেশও, ভারতের স্থান কত’তে?

নিউজশর্ট ডেস্কঃ বিশ্বের(World) এমন কিছু দেশ রয়েছে সমস্ত দেশের মানুষেরা পুরোপুরি গৃহহীন। তাদের মাথার ওপরে থাকার জন্য কোন ছাদ নেই। আর বিশ্বের সবথেকে গৃহহীন মানুষ থাকেন আফ্রিকার নাইজেরিয়াতে। এখানেই আবার জনসংখ্যা সবচেয়ে বেশি। ইতিমধ্যে ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’ বিশ্বের বিভিন্ন দেশে কতসংখ্যক নাগরিক গৃহহীন রয়েছেন সেই সংখ্যক রিপোর্ট পেশ করেছেন।

সেই রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, নাইজেরিয়ার ২ কোটি ৪০ লক্ষ মানুষের গৃহহীন। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ রিপোর্ট অনুযায়ী, গৃহহীন মানুষের তালিকাতে বিশ্বের মধ্যে প্রথম জায়গায় রয়েছে নাইজেরিয়া, আর দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। এই পাকিস্তানে গৃহহীন মানুষের সংখ্যা হল ২ কোটি।

এই গৃহহীন মানুষের নিরিখে আরো ৮ খানা দেশ হয়েছে। সেই দেশগুলো হলো- মিশর, সিরিয়া, ডি আর কঙ্গো, বাংলাদেশ, কলম্বিয়া, আফগানিস্তান, ফিলিপিনস ও ইয়েমেন। এবার প্রশ্ন হল এই সমস্ত দেশগুলোর মধ্যে গৃহহীন মানুষের সংখ্যা কত তা জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: Digha: দীঘায় এবার ‘বাম্পার’ মজা, পর্যটকদের জন্য বিরাট সুখবর! জানলে ছুটে চলে যাবেন

মিশরে গৃহহীন মানুষের সংখ্যা ১২,০০০,০০০,

সিরিয়ায় গৃহহীন মানুষের সংখ্যা ৬,৫৬৮,০০০,

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় গৃহহীন মানুষের সংখ্যা ৫,৩৩২,০০০,

বাংলাদেশে গৃহহীন মানুষের সংখ্যা ৫,০০০,০০০,

কলম্বিয়ায় গৃহহীন মানুষের সংখ্যা ৪,৯৪৩,০০০,

আফগানিস্তানে  গৃহহীন মানুষের সংখ্যা ৪,৬৬০,০০০,

ফিলিপিনসে গৃহহীন মানুষের সংখ্যা ৪,৫০০,০০০ এবং

ইয়েমেনে গৃহহীন মানুষের সংখ্যা ৩,৮৫৮,০০০।

এই রিপোর্ট মারফত জানা গিয়েছে, নাইজেরিয়ার মোট জনসংখ্যার ২৬.৭০ শতাংশ মানুষ গৃহহীন। আর এই সমস্ত দেশগুলি গৃহহীন থাকার জন্য সামাজিক সঙ্কট দেখা দিয়েছে। এর ফলে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে গৃহহীন পরিবারের অসংখ্য শিশু। এছাড়া চাকরি-বাকরির সুযোগ কিংবা স্বাস্থ্য পরিষেবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তারা।

.

 

Papiya Paul

X