Arijit

কেকেআরের ছেড়ে দেওয়া এই তরুণ তুর্কিকে অধিনায়ক করে বাজিমাত করতে চলেছে পাঞ্জাব কিংস

গতকাল হয়ে গিয়েছে আইপিএলের মেগা রিটেন। প্রত্যেক ফ্রাঞ্চাইজিই তাদের পছন্দমতো ক্রিকেটারদের রিটেন করেছে। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী প্রত্যেক ফ্রাঞ্চাইজি সর্বোচ্চ চার জন ক্রিকেটারকে রিটেন করতে পারবে। তবে অনেক দলই তিনজন, আবার অনেক দল দুজন করে ক্রিকেটারকে রিটেন করেছে।

   

কলকাতা নাইট রাইডার্স তাদের পুরনো দল থেকে চারজন ক্রিকেটার রিটেন করলেও রিটেন করেনি শুভমান গিলকে। এই তরুণ ভারতীয় ব্যাটসম্যানকে কেকেআর এর ভবিষ্যৎ অধিনায়ক হিসেবেও ভাবা হয়েছিল। তবে শুভমান গিলকে রিটেন না করে কেকেআর বুঝিয়ে দিল তাদের অন্য পরিকল্পনা রয়েছে।

কেকেআর রিটেন না করায় শুভমান গিল সরাসরি চলে যাবে আইপিএলের মেগা নিলামে। আর সেখান থেকে গিলকে নেওয়ার জন্য সবথেকে বেশি আগ্রহ দেখাবে পাঞ্জাব কিংস। কারণ এবার পাঞ্জাব কিংস তাদের অধিনায়ক কে এল রাহুল-কে রিলিজ করে দিয়েছে। স্বাভাবিক ভাবেই একজন দক্ষ অধিনায়কের খোঁজ চলছে পাঞ্জাব শিবিরে যিনি পরবর্তী পাঁচ বছর পাঞ্জাবকে সার্ভিস দিতে পারবে।

সেখানে শুভমান গিলের থেকে ভালো ক্রিকেটার আর হয় না। অপরদিকে শুভমান গিল পাঞ্জাবের ছেলে। স্বাভাবিকভাবে নিজের রাজ্যের হয়ে খেলার সুযোগ কখনই হাতছাড়া করবেন না গিল। আর এই সুযোগ কাজে লাগিয়েই কেকেআরের ছেড়ে দেওয়া শুভমান গিলকে অধিনায়ক করতে চলেছে পাঞ্জাব কিংস।