বলিউড,বিনোদন,অনন্যা পান্ডে,আসন্ন ছবি,অক্ষয় কুমার,সি শঙ্করন নায়ার,লিগার,Bollywood,Entertainment,Ananya Pandey,Upcoming Movie,Akshay Kumar,C Shankar Nayar,Liger

Moumita

নেপোটিজমের রমরমা, ফের করণ জোহরের ছবিতে কাজ করবেন অনন্যা পান্ডে! সঙ্গে দেখা যেতে পারে অক্ষয় কুমারকে

বলিউডে অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন সেন্সরের সৌজন্যেও নিয়মিত খবরের শিরোনামে থাকেন তিনি। সম্প্রতি আবু ধাবিতে অনুষ্ঠিত আইফার মঞ্চে সকলের নজর কেড়েছেন চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে। তার নাম এবং সৌন্দর্য একে অপরের সমার্থক তা বলাই বাহুল্য। তবে এই মুহূর্তে অন্য একটি কারণেও খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। বি টাউন থেকে খবর আসছে যে তিনি করণ জোহরের পরবর্তী ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে চলেছেন। ছবিতে দেখা মিলতে পারে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারেরও।

   

মিডিয়া সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি সি. শঙ্করন নায়ারের বায়োপিক তৈরি করতে চলেছেন করণ জোহর। এই ছবিতেই একজন জুনিয়র আইনজীবীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন অনন্যা। যদিও তিনি এখনও ছবি সাইন করেননি তবে শোনা যাচ্ছে এই চরিত্রটির জন্য তাকেই চূড়ান্ত করেছে নির্মাতারা। অপরদিকে ছবিতে একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করবেন অক্ষয় কুমার।

মিডিয়া সূত্রে পাওয়া খবর অনুযায়ী, “দ্য আনটোল্ড স্টোরি অফ সি. শঙ্করন নায়ার” ছবিটি তৈরি করা হচ্ছে রঘু এবং পুষ্প পালাটের বই, ‘দ্য কেস দ্যাট শূক দ্য এম্পায়ার’এর উপর ভিত্তি করে। মূলত, সি শঙ্করন নায়ারের গল্প এই ছবিতে দেখানো হবে যা হবে কোর্টরুম ড্রামা ফিল্ম প্রসঙ্গত, গত বছর জুনে করণ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবিটির কথা প্রকাশ‌ করেন। ধর্মা প্রোডাকশনের একটি পোস্ট থেকে জানা গিয়েছে যে, “এই ছবিটি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সত্য উন্মোচন করার সাথে সাথে ব্রিটিশ সরকার এবং শঙ্কর নায়ারের মধ্যে হওয়া কোর্ট রুম যুদ্ধের কথাও জনসমক্ষে নিয়ে আসবে।

এছাড়াও বলা হয়েছে, ছবিটি সম্পূর্ণ রূপে বাস্তব প্রেক্ষাপটের উপর ভিত্তি করে নির্মিত। ছবিটি রঘু এবং তার স্ত্রী পুষ্প পালাট রচিত ‘দ্য কেস দ্যাট শূক দ্য এম্পায়ার’ বই থেকে অনুপ্রাণিত। যতদূর জানা যাচ্ছে ছবিটি পরিচালনার দায়িত্বে থাকবেন করন সিং ত্যাগী।

অন্যদিকে, খুব শিঘ্রই অনন্যাকে দেখা যাবে তার পরবর্তী ছবি ‘লিগার’এ , এছাড়াও ছবিতে অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। পুরী জগন্নাধ পরিচালিত এই ছবিতে থাকছেন মার্কিন বক্সার মাইক টাইসনও। প্রযোজনার দায়িত্বে রয়েছেন করণ জোহর এবং অপূর্ব মেহেতা। মিডিয়া সূত্রে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী, ২০২২ সালের ২৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি।