TRP

Additiya

হাড্ডাহাডি লড়াই ‘জগদ্ধাত্রী-দীপা’র, হারিয়ে গেছে ‘মিঠাই’, কাঁপিয়ে দিচ্ছে ‘নিম ফুল’, বিরাট বদল TRP তালিকায়

ফের বাধা হয়ে দাঁড়ালো আইপিএল। তলানিতে বাংলা সিরিয়ালের (Bengali Serial)  টিআরপি (TRP) তালিকা। চলতি সপ্তাহে কমে গেল সব ধারাবাহিকের নম্বর। বড়সড় ধাক্কা খেলো ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। বদলে গেল ‘মিঠাই’য়ের (Mithai) স্লট। কোনওরকমে টিকে থাকল ‘মেয়েবেলা’।

   

চলতি সপ্তাহে টিআরপি তালিকায় বড়সড় ধাক্কা খেয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। তবে হাতছাড়া হয়নি প্রথম স্থান। গত সপ্তাহে সূর্য-দীপা পেয়েছিল ৮.২ নম্বর। এবার তা এক ধাক্কায় নামলো ৭.৮ এ। যৌথভাবে হল বেঙ্গল টপার। অর্থাৎ জগদ্ধাত্রীও পেয়েছে ৭.৮ নম্বর। হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই দুই ধারাবাহিকের।

বিগত পাঁচ-ছয় মাস ধরেই জি বাংলার টপার জগদ্ধাত্রী। টিআরপি তালিকায় প্রথম স্থান না হলেও দ্বিতীয় স্থান নিজের দখলেই রাখছে। চলতি সপ্তাহে দ্বিতীয় হয়েছে গৌরী এল। তৃতীয় নম্বরে উঠে এসেছে নিম ফুলের মধু ধারাবাহিক। চারে রাঙ্গাবউ। বদলে গেছে এই সিরিয়ালের স্লট। এবার থেকে রাত আটটায় দেখা যাবে এই ধারাবাহিক। যৌথভাবে পঞ্চম হয়েছে বাংলা মিডিয়াম এবং এক্কা দোক্কা।

পঞ্চমী পেল ষষ্ঠ স্থান। বীথির চরিত্রে অনুশ্রীকে মানতে পারছেন না দর্শকরা। টিআরপি তালিকা দেখেই তা আন্দাজ করা যাচ্ছে। চলতি সপ্তাহে ৭ নম্বর স্থান পেয়েছে মেয়েবেলা। সবচেয়ে খারাপ খবর, স্লট হারালো মিঠাই। এমনকি হেরে গেল সদ্য শুরু হওয়া ধারাবাহিক রামপ্রসাদের কাছে। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় সব্যসাচীর রামপ্রসাদ পেয়েছে ৩.৬ নম্বর। মিঠাই পেয়েছে ৩.১ নম্বর।

এক নজরে দেখে নিন প্রথম ১০ সিরিয়ালের প্রাপ্ত নম্বর

প্রথম- জগদ্ধাত্রী/ অনুরাগের ছোঁয়া (৭.৮)

দ্বিতীয়- গৌরী এলো (৭.৫)

তৃতীয়- নিম ফুলের মধু (৭.০)

চতুর্থ- রাঙা বউ (৬.১)

পঞ্চম- বাংলা মিডিয়াম/ এক্কা দোক্কা (৫.৯)

ষষ্ঠ- পঞ্চমী (৫.৭)

সপ্তম- মেয়েবেলা (৫.২)

অষ্টম- কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৫.০)

নবম- হরগৌরী পাইস হোটেল (৪.৯)

দশম- খেলনা বাড়ি (৪.৮)