Arijit

সবকিছু ঠিকঠাক থাকলে এই তরুণ তুর্কি হতে চলেছে কেকেআরের অধিনায়ক

আর কয়েকদিন পরেই হতে চলেছে আইপিএলের মেগা নিলাম। ইতিমধ্যেই আইপিএলের প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি তাদের রিটেন প্লেয়ারদের তালিকা দিতে শুরু করেছে বিসিসিআইকে। এই তালিকা দেওয়ার পর্ব শেষ হলেই হবে মেগা নিলাম। এবারের আইপিএলে অন্তর্ভুক্তি ঘটেছে আরও দুটি নতুন ফ্রাঞ্চাইজির। তাই এবারের নিলাম যে বেশ আকর্ষণীয় হতে চলেছে তা বলাই বাহুল্য।

   

এবারের নিলাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কলকাতা নাইট রাইডার্স এর কাছে। কারণ আইপিএলের অন্যতম সফল ফ্রাঞ্চাইজি হলেও কলকাতা নাইট রাইডার্স এর কোন পার্মানেন্ট অধিনায়ক এই মুহূর্তে নেই। গতবারের অধিনায়ক ইয়ন মর্গ্যানকে তারা এবারে ছেড়ে দেবে। গৌতম গম্ভীর ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখনও পর্যন্ত সেই হবে দলের কোন উপযুক্ত অধিনায়ক খুঁজে পাইনি আইপিএলের অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজি দলটি। তাই এবার নিলামে কেকেআর চাইবে দলের একজন উপযুক্ত অধিনায়ক খুঁজে নিতে।

এবার নিলামে কলকাতা নাইট রাইডার্স এমন একজন ক্রিকেটার অধিনায়ক হিসেবে দলে নিতে চাইবেন যিনি আগামী ছ- সাত বছর দলকে নেতৃত্ব দিতে পারবেন এবং যার মধ্যে রয়েছে নেতৃত্ব দেওয়ার দক্ষতা ও ক্ষমতা। আর এই তালিকায় সবার ওপরে রয়েছেন ভারতের তারকা তরুণ ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার।

এবার নিলামে শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিতে চলেছে তার ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। স্বাভাবিকভাবেই দিল্লি থেকে আসার পর এবার নিলামে উঠবেন শ্রেয়স আইয়ার। শ্রেয়স আইয়ার এর মত এমন একজন দক্ষ ক্রিকেটারকে কখনই হাতছাড়া করতে চাইবেনা কলকাতা নাইট রাইডার্স এর মত সফল ফ্রাঞ্চাইজি। তাই ইতিমধ্যেই কেকেআর শিবিরে শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করা নিয়ে পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে।