Travel Destination

Moumita

এই ৩ দেশে আপনার বাসস্থান থাকলেই সরকার দেবে লক্ষ লক্ষ টাকা, জেনে নিন সঠিক ঠিকানা

কোনো একটা দেশে বসবাস করার জন্য সেই দেশের নাগরিকদের একটা ট্যাক্স পে করতে হয়। যদিও ভারতের মত দেশে একটা নির্দিষ্ট অঙ্কের নীচে আয় হলে কোনো ট্যাক্স লাগেনা। সেক্ষেত্রে সরকার থেকেই নানা ধরণের ভাতার ব্যবস্থা করা হয়ে থাকে। আচ্ছা কেমন হয়, যদি এমন কোনো দেশের সন্ধান পাওয়া যায় যেখানে বসবাস করার জন্য আপনাকেই টাকা দেওয়া হবে!

   

আর তাও আবার কোনো ছোটোখাটো অঙ্কের টাকা নয়, একটা বিপুল অঙ্কের টাকা দেবে। শুনে অবাক লাগছে? ভাবছেন এমনটা আবার হয় নাকি? আজ্ঞে হ্যাঁ! আপনার জন্য রইল এমন তিনটি জায়গার হদিস, যেখানে গিয়ে বসতি গড়লে আপনি টাকা পেতে পারেন।

১) অ্যালবিনেন : পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশের মধ্যে অন্যতম হল সুইজারল্যান্ড। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশের একটি ছোট্ট গ্রাম হল অ্যালবিনেন। এই গ্রামের মোট বাসিন্দা হল ২৫০ জন। তাই এখানকার টিকিয়ে রাখতে কেউ এখানে বসতি গড়লে সরকারের পক্ষ থেকে ৬০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ লক্ষ টাকা) দেওয়া হবে।

Unknown Facts,Switzerland,Albinen,antikythera,অজানা তথ্য,সুইজারল্যান্ড,অ্যালবিনেন,অ্যান্টিকায়থেরা

২) প্রেসি-অ্যাকোয়ারটিকা : ইতালির এই দুই শহর এক হয়ে এখন স্যালেন্টো নামে পরিচিত। এখানেও মানুষজন খুব কম। এখানে কেউ বসতি গড়লে সরকার ব্যবসা শুরু করার জন্য দেবে ৩০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ লক্ষ টাকা)। উল্লেখ্য, গত বছর এই অঞ্চলে ৬০ জন্ম নিলেও মৃত্যু হয় ১৫০ জনের।

Unknown Facts,Switzerland,Albinen,antikythera,অজানা তথ্য,সুইজারল্যান্ড,অ্যালবিনেন,অ্যান্টিকায়থেরা

৩) অ্যান্টিকায়থেরা : গ্রিসের এই শহরটির সৌন্দর্যও নজরকাড়ার মত। এই স্থানে মোট ৫০ জন মানুষের বাস। তাই কেউ যদি বাইরে থেকে গিয়ে বসতি স্থাপন করতে চান তাহলে সরকার তাকে প্রতি বছর ৬০০ ডলার ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ হাজার টাকা দেবে।