tollywood actor jeet revealed why he never tried to enter in politics:

Papiya Paul

দেবের মত রাজনীতিতে কেন এলেন না? জিতের সোজাসুজি জবাব মন জিতেছে সব্বার

Why Actor Jeet Avoid Politics: সিনেপাড়ার বহু তারকাই এখন রাজনীতির (Politics) সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। সায়নি ঘোষ থেকে শুরু করে দেব (Dev), নুসরত (Nusrat Jahan),সোহম সকলেই এখন রাজনীতির খাতায় নাম লিখিয়েছে। বলা ভালো আজকের দিনে এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তবে এই সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন টলিপাড়ার বস জিৎ (Jeet)।

   

এই নিয়েই প্রশ্নও উঠেছে নানা রকম। তার প্রথম সারির শিল্পীরা যেখানে সমালোচনা এড়িয়ে দুই দিকই সমানভাবে চালিয়ে যাচ্ছেন সেখানে জিৎ-র কাছে কি এই প্রস্তাব যায়নি। আর গেলেও কীভাবে গা বাঁচিয়ে রয়েছেন তিনি? সম্প্রতি সেই বিষয়টা নিয়েই নিজের মতামত জানালেন খোদ অভিনেতা জিৎ।

এইদিন টিভি নাইন বাংলার এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, রাজনীতিথ মারপ্যাচ তার বোধগম্য হয়না। আর যে জিনিস তিনি বোঝেন না সেখান থেকে দূরে থাকেন। কমার্শিয়াল ছবি জিতের ক্ষেত্রে বৈশিষ্ট্য। সেটাই করে যেতে চান তিনি। ভালো কাজ করে দর্শকদের ভালো ভালো ছবি উপহার দিতে চান তিনি।

আর সেই কারণেই বছরের পর বছর নিজের কাজটুকুই মন দিয়ে করে চলেছেন জিৎ। আর তাছাড়া ইন্ডাস্ট্রির কোন গসিপেও সহজে মাথা ঘামাতে দেখা যায়না তাকে, সেখানে রাজনীতি তো বহু জটিল বিষয়। তাই মানুষ কে কী বলল সেটায় মাথা না ঘামিয়ে নিজের কাজটুকু নিয়েই থাকতে চান কেবল।

তবুও কৌতুহলীদের কৌতুহল তো নেহাত কম নয়। তাদের জন্যই এইদিন জিৎ বলেন, ‘যে কাজটা পারি না সে কাজটা করার চেষ্টাও করি না। কাল যদি আমায় বলা হয় বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট খেলতে, আমি নিশ্চয়ই পারবো না।’ প্রসঙ্গত উল্লেখ্য, এইমুহুর্তে একাধিক বিগ বাজেটের ছবি জিৎ-র পাইপলাইনে। বাংলা ছবিকে প্যান ইন্ডিয়ায় ছড়িয়ে দেওয়াই তার মূল উদ্দেশ্য।