Kaushik-Laboni

anita

Kaushik-Laboni: সৎ মায়েরা আপন হতে পারেন না! মিথ ভেঙে ‘সিঙ্গল বাবা’ কৌশিকের স্ত্রী হিসাবে সফল লাবণী

নিউজ শর্ট ডেস্ক: বাংলা সিনেমার (Bengali Cinema) দাপুটে খলনায়কের (Vilain) কথা উঠলে এখনও দর্শকদের চোখের সামনে ভেসে উঠে কৌশিক বন্দ্যোপাধ্যায়ের (Kaushik Banerjee) নাম। নব্বইয়ের দশকে প্রসেনজিৎ-তাপস পাল কিংবা চিরঞ্জিত অভিনীত বেশিরভাগ সিনেমায় খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এখন যদিও বাংলা সিনেমায় সেভাবে দেখা যায় না তাঁকে। একটা সময় সিনেমার পাশাপাশিই কৌশিক চুটিয়ে অভিনয় করেছেন যাত্রাপালাতেও।

   

সে দিক দিয়ে বলতে গেলে কৌশিক একজন তুখোর মঞ্চ অভিনেতাও। তাঁর বাবা ছিলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়। যদিও অভিনয় জীবনে নিজের যেটুকু প্রতিভা তা দিয়েই তিনি আজকের এই সাফল্য অর্জন করেছেন।তার জন্য তাঁকে কখনও বাবার নাম ভাঙানোর প্রয়োজন পড়েনি।

তবে একটা সময় ছিল যখন ব্যক্তিগত জীবনে ভয়ংকর অসুখী ছিলেন বাংলা সিনেমার এই দাপুটে খলনায়ক। প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর একমাত্র ছেলে কে একা হাতেই বড় করেছিলেন কৌশিক। প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদের পর কখনও তাঁকে দোষ দেয়নি অভিনেতা। বরং তিনি সবসময় বলে এসেছেন দোষ তারই ছিল।

টলিউড,Tollywood,কৌশিক বন্দ্যোপাধ্যায়,Kaushik Banerjee,সিঙ্গেল বাবা,Single Father,লাবণী সরকার,Laboni Sarkar,Entertainment,বিনোদন,Bangla Khobor,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

তবে প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের পর তাঁর জীবনে আসেন অভিনেত্রী লাবনী সরকার (Laboni Sarkar)। একে অপরকে পেয়েই তাঁদের  জীবনের মানে বদলাতে শুরু করে। কৌশিকের মতই ব্যক্তিগত জীবনে ক্ষতবিক্ষত ছিলেন লাবনী সরকার-ও। একদিন  এমনই দুই অসুখী মানুষের দেখা হয়েছিল ‘শান্তির চিতা জ্বলছে’ যাত্রাপালা করার সময়।

আরও পড়ুন: জনপ্রিয়তা থাকা সত্ত্বেও মাঝপথেই ছাড়লেন সিরিয়াল! কারণ জানলেন ‘মন দিতে চাই’-র নায়িকা

সেই সূত্রেই তাঁদের প্রথম আলাপ। তারপর সেখান থেকেই তাঁদের দুজনের বন্ধুত্ব হয়. তারপর ধীরে ধীরে তাঁরা দুজন দুজনকে আবিষ্কার করতে শুরু করেন বন্ধু হিসাবে। সেই থেকেই তাদের মধ্যে প্রেম এবং বিয়ে হয়। লাবণীর সাথে বিয়ের পর কৌশিকের ছেলে পায় মা। তার আগে পর্যন্ত কৌশিক একা হাটেই ছেলের সমস্ত খেয়াল রাখার চেষ্টা করলে, এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন বাবারা কখনও  মায়ের অভাব পূরণ করতে পারে না। একজন মা যেটা করতে পারেন সেটা কখনও  বাবারা পারেনা।

টলিউড,Tollywood,কৌশিক বন্দ্যোপাধ্যায়,Kaushik Banerjee,সিঙ্গেল বাবা,Single Father,লাবণী সরকার,Laboni Sarkar,Entertainment,বিনোদন,Bangla Khobor,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

বিয়ের পর লাবণী  আসতেই কৌশিকের ছেলে যেন ফিরে পায় নিজের মাকে। জানা যায় এই ছেলের জন্যই আর কোনদিন নিজের সন্তানের জন্ম দেননি লাবণী। তথাকথিত মিথ ভেঙেচুরে এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছিলেন এই অভিনেত্রী। যা সমাজের চিরাচরিত প্রবাদ ‘সৎ মায়েরা আপন হতে পারেন না-‘কে বারবার ভুল প্রমাণিত করেছে।