Balijhor Serial

Moumita

জনপ্রিয় তারকা থেকেও TRP তলানিতে, মাত্র ২ মাসেই শেষ ‘বালিঝড়’, মুখ খুললেন ‘ঝোড়া’ ওরফে তৃণা

গত কয়েকদিন ধরেই টলিটাড়ায় গুঞ্জন ছিল‌ যে, এবার শেষ হচ্ছে স্টার জলসার(Star Jalsa) অন্যতম চর্চিত ধারাবাহিক ‘বালিঝড়’(balijhor)। তৃণা সাহা(Trina Saha), কৌশিক রায়(Koushik Roy), ইন্দ্রাশিস রায়ের(Indrashis Roy) ত্রিকোণ প্রেমের গল্প নাকি মোটেই পছন্দ হচ্ছে না দর্শকের। সাম্প্রতিক টিআরপি (TRP) তো সেকথাই বলছে। আর এবার বিষয়টি নিয়ে কনফার্ম খবর জানালেন তৃণা সাহা।

   

দিনকয়েক আগেও একবার একটা পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন তৃণা। যা থেকে অনুরাগীরা আন্দাজ করেই নিয়েছিল যে, এবার বোধহয় সত্যিই বন্ধ হতে চলেছে এই সিরিয়লটি। তবে লেখিকা লীনা গাঙ্গুলীর গলায় ছিল অন্য সুর। তাই নিশ্চিত কিছু ছিল না। অবশেষে নায়িকা স্বয়ং জানালেন সেই কথা।

আসলে শুরু হওয়ার মাত্র দুমাসের মাথাতেই সিরিয়াল বন্ধের খবরে হতাশ হয়েছেন অনুরাগীরাও। তবে এই প্রথম নয়, এর আগেও ‘বৌমা একঘর’ সিরিয়ালটি বন্ধ হয়েছিল ৯০ দিনের মাথায়। ‘উমা’ সিরিয়ালটিও বন্ধ হয়েছিল মাত্র আট মাসের মাথায়। তবে লীনা গাঙ্গুলীর কোনো সিরিয়ালের সাথে একই ঘটনার পুনরাবৃত্তি হবে এটা ছিল স্বপ্নেরও অতীত।

একে তো লীনা গাঙ্গুলীর চিত্রনাট্য, তার উপর সৌগুন জুটির কামব্যাক, সবে মিলিয়ে এই সিরিয়াল নিয়ে মানুষের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। এর আগেও নজরকাড়া সাফল্য পেয়েছিল ‘খড়কুটো’ ধারাবাহিকটি। পাশাপাশি ‘বালিঝড়’ সম্প্রচারের সময় হাইপও তোলা হয়েছিল প্রচুর। তা সত্বেও দর্শকদের ভালোবাসা জিততে পারলোনা তৃণার এই মেগা।

তৃণার পোস্ট থেকেই জানা গেল, গত বৃহস্পতিবারই নাকি শেষ সম্প্রচারের শুটিং কম্লিট হয়ে গেছে। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন তৃণা সাহা। এরপরেই এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়, অভিনেত্রীর সাথে। জিজ্ঞেস করা হয়, একটা হিট সিরিয়ালের পরের কাজ দু’মাসেই বন্ধ হয়ে যাচ্ছে। বিষয়টা কিভাবে সামলাচ্ছেন তৃণা?

https://www.instagram.com/p/Cq-dlx2Pb_T/?utm_source=ig_web_copy_link 

জবাবে নায়িকা বলেন, “খুব দুঃখ হয়েছে। মনখারাপও হয়েছে। কিন্তু এই ওঠাপড়ার নামই তো জীবন। এই কাজটা ভাল লাগেনি তো কী হয়েছে, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আরও পরিশ্রম করতে হবে।” আগামী রবিবারই শেষবারের মত দেখতে পাবেন ‘বালিঝড়’। এরপর তৃণাকে দেখতে পাবেন, অরিন্দম শীলের ‘ইস্কাবনের বিবি’।