Satyajit Ray

Moumita

সত্যজিতের ‘নায়ক’ অবলম্বনে নতুন ছবিতে দেব! ভক্তদের বড় চমক দিল সুপারস্টার

টলিপাড়ার (Tollywood) শীর্ষস্থানীয় তারকাদের তালিকা তৈরি করলে সবার আগে যে কয়টা নাম উঠে আসবে তার মধ্যে দেব (Dev) অন্যতম। নেটিজনদের কথায়, তারকাদের কেউ যদি সত্যিই বাংলা ইন্ডাস্ট্রির কথা ভাবছে তাহলে তিনি অবশ্যই দেব। এইমুহুর্তে তার পাইপলাইনে রয়েছে মোট তিনটি ছবি। আগামী মাসে মুক্তি পাবে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। পুজোয় মুক্তি পাবে ‘বাঘাযতীন’। বড়দিনে মুক্তি পাবে ‘প্রধান’।

   

এছাড়াও সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত একটি ছবিতেও যে তিনি অভিনয় করছেন, সম্প্রতি সে কথা ঘোষণা করেছেন এই টলি সুপারস্টার। আর তারমধ্যেই শুরু আরেক গুঞ্জন। এইমুহুর্তে স্টুডিওপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, এসবের পাশাপাশি আরো একটি নতুন ছবির কথা চিন্তাভাবনা করছেন দেব। আর সেটাও নাকি সত্যজিৎ রায় (Satyajit Ray) এবং উত্তম কুমারের (Uttam Kumar) সঙ্গে জড়িত।

এমনিই সত্যজিৎ রায় এবং উত্তম কুমারকে নিয়ে বাঙালির আবেগের শেষ নেই। শোনা যাচ্ছে, মহানায়কের ‘নায়ক’ অবলম্বনে একটি ছবির পরিকল্পনা করছেন দেব। ছবিতে মূখ্য ভূমিকায় তিনিই অভিনয় করছেন বলে খবর। এমতাবস্থায় সকলের মনেই প্রশ্ন জেগেছে দেবের ছবিটি কি ‘নায়কের রিমেক’? তবে এক্ষেত্রে তো রায় পরিবারের থেকে স্বত্ব নেওয়ার বিষয়টিও জরুরী।

টলিউড,বিনোদন,গসিপ,দেব,সত্যজিৎ রায়,উত্তম কুমার,নায়ক,রিমেক,Tollywood,Entertainment,Gossip,Uttam Kumar,Satyajit Ray,Dev,Remake,Nayak,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

এই বিষয়ে স্টুডিওপাড়ার খবর, তথাকথিত রিমেক ছবি হবে না এটি। ‘নায়ক’ ছবিটির প্রতি শ্রদ্ধা জানাতেই এই ছবিটি তৈরি করা হবে। বিষয়টি নিয়ে সত্যজিৎ-পুত্র সন্দীপ রায়ের সঙ্গে একদফা কথাবার্তাও নাকি সারা। প্রসঙ্গত উল্লেখ্য, ছবিটি পরিচালনা করছেন ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ ছবির পরিচালক রামকমল। আপাতত ছবির প্রোডাকশনের কাজ চলছে বলে খবর।

টলিউড,বিনোদন,গসিপ,দেব,সত্যজিৎ রায়,উত্তম কুমার,নায়ক,রিমেক,Tollywood,Entertainment,Gossip,Uttam Kumar,Satyajit Ray,Dev,Remake,Nayak,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

এই বিষয়ে পরিচালক রামকমলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এখনও ‘বিনোদিনী’-র কাজই শেষ হয়নি। সেখানে ‘নায়ক’ কী ভাবে আসছে, জানি না।” তবে তিনি জানিয়েছেন, ‘বিনোদিনী’র পাশাপাশি নতুন ছবির পরিকল্পনাও করছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ২০১০ সালে ‘অটোগ্রাফ’ ছবিটির মাধ্যমে সত্যজিৎ রায় এবং ‘নায়ক’-কে শ্রদ্ধা জানিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। এখন দেব-ও সেই পথে হাঁটছেন কী না সেটা তো সময় বলবে।