নিউজশর্ট ডেস্কঃ এমাসের শুরুটাই যেন আতঙ্কের মধ্যে দিয়ে কাটল। একদিকে যেমন খাদ্য দ্রব্য থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে তেমনি বেড়েছে মোবাইল রিচার্জের দাম (Recharge Price Hike)। ভোটের আগে যেমনটা ইঙ্গিত মিলেছিল তেমনি প্রায় ২৫% বেড়ে গিয়েছে রিচার্জের দাম। তবে এখানেই শেষ নয়, স্মার্টফোন থাকলে আরও খরচা বাড়তে চলেছে গ্রাহকদের। এবার খরচ বাড়ল মোবাইল নাম্বার পোর্টিংয়ের ক্ষেত্রেও (Mobile Number Port) সেই বিষয়েই বিস্তারিত রইল আজকের প্রতিবেদনে।
গতকাল অর্থাৎ ৩রা জুলাই থেকে Jio, Airtel, VI এর রিচার্জের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। তবে রাষ্ট্রায়াত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড কিংও নিজেদের প্ল্যান অপরিবর্তিত রেখেছে। তাই অনেকেই নাম্বার পোর্ট করানোর কথা ভাবছেন। কিন্তু এবার থেকে সিম পোর্ট করানোর জন্য নতুন নিয়ম জারি করা হয়েছে, যেটা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। টেলিকম অ্যাক্ট ২০২৩ অনুযায়ী এক ব্যক্তির নাম কতগুলি সিম কার্ড থাকতে পারে সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে।
একজন ভারতীয়ের নাম সর্বোচ্চ ৯টি সিম কার্ড চালু থাকতে পারে। যদি এর বেশি সিম কার্ড থাকে তাহলে জরিমানা, জেল বা উভয়ই হতে পারে। এবার আসা যাক সিম পোর্টিংয়ের ব্যাপারে। এতদিন ইচ্ছা হলেই খুব সহজে এক টেলিকম অপারেটর থেকে অন্য অপারেটরে পোর্ট করা যেত। কিন্তু এবার গোটা পক্রিয়া আর এত সোজা রইল না। সিম কার্ড পোর্ট করতে চাইলে প্রথমে আবেদন করতে হবে। এরপর অপেক্ষা করতে হবে পরিচয়পত্র থেকে আরও কিছু নথি যাচাই হওয়ার।
আরও পড়ুনঃ রথে পুরি যেতে চান অথচ টিকিট নেই? নতুন ২ জোড়া ট্রেন ঘোষণা করল ভারতীয় রেল, দেখুন টাইমটেবিল
TRAI এর নতুন নিয়ম অনুযায়ী মোবাইল নাম্বার পোর্টিং সুবিধা বজায় থাকবে। যার ফলে নম্বর অপরিবর্তী রেখেই এক টেলিকম কোম্পানি থেকে অন্য কোম্পানিতে সুইচ করে ফেলা যাবে। ভেরিফিকেশনের জন্য আগের মত OTP দিয়ে তবেই পোর্টিং রিকুয়েস্ট করতে হবে। তবে এখন থেকে ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়া আরও কঠিন হচ্ছে।
যেমনটা জানা যাচ্ছে, আইডি ভেরিফিকেশন ছাড়াও বাসস্থানের প্রমাণপত্র থেকে বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হবে। অর্থাৎ নতুন সিম নেওয়ার মত সমস্ত পক্রিয়া করা হবে। এরপর OTP দিয়ে ৭ দিন অপেক্ষা করতে হবে। তারপরেই নতুন সিম কার্ড হাতে পাওয়া যাবে। আগে দিনের দিন নতুন সিম কার্ড দিয়ে দেওয়া হত, পরে একটা সিম কাজ করা বন্ধ করলে নতুন সিম ব্যবহার করতে হত। কিন্তু এবার থেকে একসপ্তাহ অপেক্ষা করতে হবে সিমকার্ড পাওয়ার জন্য।