দীঘা-পুরী ভুলে ঘুরে আসুন বাংলার এই পাহাড়ি গ্রাম থেকে, যেতে পারবেন লোকাল ট্রেনে, খরচ একেবারে কম

নিউজশর্ট ডেস্কঃ শীত পড়তে না পড়তে ভ্রমণপিপাসু বাঙালীরা এদিক-সেদিক ঘুরতে বেরিয়ে পড়েছেন। অনেকে আবার নতুন বছরে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান সেরে ফেলেছেন। ব্যাগপত্র গুছিয়ে ঘুরতে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে বহু পর্যটক। আপনার মনে যদি ঘুরতে(Travel) যাবার ইচ্ছে থাকে, কিন্তু কোথায় যাবেন এখনো ঠিক করে উঠতে পারছেন না তাহলে আপনার জন্য এই প্রতিবেদনে একটি জায়গার সন্ধান(Offbeat Destination) নিয়ে চলে এসেছি আমরা।

এই জায়গায় যেতে হলে আপনাকে দূরে কোথাও যেতে হবে না কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে এই জায়গার হদিশ। হাতে যদি মাত্র এক থেকে দু’দিনের ছুটি থাকে তাহলে অনায়াসে এই জায়গা থেকে ঘুরে আসতে পারেন। আপনি চাইলে পুরুলিয়ার(Purulia) অযোধ্যা পাহাড়ের পাশাপাশি আরেকটি পাহাড়ি এলাকা মুরুগুমা(Muruguma) থেকে ঘুরে আসতে পারেন। শীতের সময় পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে পর্যটকের সংখ্যা সবসময় বেশি থাকে।

তবে পুরুলিয়ার জনপ্রিয়তা বরাবর একটু বেশি। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাশাপাশি মুরুগুমার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মন জিতে নেবে। এখানে থাকার জায়গার কোনো অভাব হবে না। প্রচুর রিসোর্ট এবং গেস্ট হাউস রয়েছে। এখানে জলাধারের উপর যদি গাড়ি চালিয়ে যেতে পারেন, সেই সৌন্দর্য মনে থেকে যাবে বহুদিন। একটা জিনিস মনে রাখবেন এখানে আসতে হলে আগে থেকে রিসোর্ট বুক করে নেবেন।

আরও পড়ুন: ভুলে যান দীঘা-দার্জিলিং, বেড়িয়ে আসুন সিকিমের এই গ্রাম থেকে, পাবেন ঝাক্কাস ফিলিংস

এখানে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই দেখার জন্য পর্যটকরা বেশি আসেন। গাড়ি করেই পুরুলিয়াতে আসা যায়। আপনি চাইলে প্রথমে অযোধ্যায় এসে সেখানে একদিন থেকে পরের দিন মুরুগুমার পথে রওনা দিতে পারেন। অযোধ্যা থেকে মুরুগুমার দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। এক ঘন্টা সময়ের মধ্যেই এই জায়গায় পৌঁছে যেতে পারবেন। আপনি চাইলে গাড়ি ছাড়াও ট্রেনে করে পুরুলিয়া আসতে পারেন। তবে নির্জন পরিবেশে দু’দিন ছুটি কাটানোর একদম মনোরম জায়গা এই মুরুগুমা।

Papiya Paul

X