Koushik Dutta

৭.৫ মাত্রার জোরালো কম্পনে কেঁপে উঠল মাটি, জারি করা হল সুনামির সতর্কতা

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৫। এই ধরণের শক্তিশালী কম্পন যে কোনও সভ্য জগতকে নিমেষে উজার করে দেওয়ার পক্ষে যথেষ্ট। সোমবার এই কম্পন অনুভব করা গিয়েছে আলাস্কায়। এর পরেই জারি করা হয়েছে সুনামির সতর্কতা। আমেরিকার দক্ষিণ প্রান্ত জুড়ে এই সতর্কবাণী। সেখানে লোক সংখ্যা কম থাকায় এবং শহর না থাকায় কিছুটা রক্ষা।