Vande Bharat

Vande Bharat: বাংলায় কি ফের বন্দে ভারত? দুটো ভিন্ন রুটে চালু হচ্ছে এই ট্রেন, জানুন কোথায় কোথায়?

নিউজশর্ট ডেস্কঃ ভারতীয় রেলওয়ের(Indian Railways) জনপ্রিয়তা সবসময় বেশি। ভারতে জনপ্রিয় এক্সপ্রেস ট্রেনগুলির মধ্যে এই মুহূর্তে বন্ধে ভারত এক্সপ্রেস(Vande Bharat Express) নিয়ে উত্তেজনা মানুষের মধ্যে বেশি। শোনা যাচ্ছে, এবার আরও দুটো নতুন রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। তবে সম্পূর্ণ আলাদা রুটে ওই দুটো বন্ধে ভারত এক্সপ্রেস শুরু করা হতে পারে বলে শোনা গিয়েছে। চলুন কোন কোন রুটে সেমি হাইস্পিড ট্রেন চালু হতে পারে, জেনে নিন।

একাধিক রিপোর্ট মারফত জানা গিয়েছে, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির এক শীর্ষ আধিকারিক বুঝিয়ে দিয়েছেন যে খুব শীঘ্রই জম্মু ও কাশ্মীরে এই বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। এর জন্য ইতিমধ্যে বিশেষ ধরনের বন্দে ভারত এক্সপ্রেসের রেক তৈরি করা শুরু হয়েছে। জম্মু-কাশ্মীরের আবহাওয়ার সঙ্গে যাতে মানিয়ে নিতে পারে সেই বিষয়ে মাথায় রেখেই এই রেক তৈরি করা হবে বলে তিনি জানিয়েছেন।

এবার প্রশ্ন হল অন্য কোন রুটে বন্ধ ভারত এক্সপ্রেস আর চালু হতে পারে? সূত্র বলছে, রেলমন্ত্রকের রাষ্ট্রপ্রতি রাও সাহেব পাটিল দানভে জানিয়েছেন যে শীঘ্রই মহারাষ্ট্রে র কোলাপুর থেকে আরেকটি বন্ধে ভারত এক্সপ্রেস চালু করা হবে। যদিও এই এক্সপ্রেসটি কোন রুট থেকে চলবে তা অবশ্য এখনো রেলমন্ত্রকের তরফ থেকে জানানো হয়নি। এই দুটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ২০২৪ সালে চালু হতে চলা সেমি হাই স্পিড-এর মধ্যে আছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Vande Bharat Express

আরও পড়ুন: Indian Railways: ট্রেনে বিপদে পড়লেই কল করুন এই তিন সংখ্যার নাম্বারে, সঙ্গে সঙ্গে মিলবে হেল্প!

একাধিক রিপোর্ট দাবি করছে, ২০২৪ সালে সারা ভারত জুড়ে মোট ৬০ টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে ভারতীয় রেল। এই বিষয় নিয়ে ভারতীয় রেলের তরফ থেকে সরকারিভাবে এখনো কোনো তথ্য জানানো হয়নি। এই মুহূর্তে গোটা দেশে মোট ৪১ টি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করা হয়েছে। যার মধ্যে ২০২৩ সালেই শুধুমাত্র ৩৪ টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করে দিয়েছে ভারতীয় রেল।

Vande Bharat Express

এর মধ্যে বাংলায় আপাতত পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। ৬ নম্বর বন্দে ভারত এক্সপ্রেস পশ্চিমবঙ্গের কবে চালু হবে? এই নিয়ে নানা মত রয়েছে।। তবে এই নিয়ে স্পষ্টভাবে ভারতীয় রেলের তরফ থেকে এখনো সরকারিভাবে কিছু জানানো হয়নি। বাংলায় যে যে রুটে বন্ধ ভারত এক্সপ্রেস চলছে সেগুলি হল- হাওড়া থেকে (হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরী, হাওড়া-রাঁচি, হাওড়া-পাটনা)। দু’টি বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে চলছে  (হাওড়া-নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি)।

Papiya Paul

X