নিউজশর্ট ডেস্কঃ প্রতিনিয়ত যে হারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তাতে কাজের পাশাপাশি দ্বিতীয় আয়ের পথ (Second Income) খুঁজছেন সকলেই। অনেকেই ছোটখাটো ব্যবসা (Small Business Idea) শুরু করছেন, তাতে আয়ও হচ্ছে ভালো। এমনই এক দুর্দান্ত ব্যবসার আইডিয়া নিয়ে আজকের প্রতিবেদন। এই ব্যবসা করলে মাসে লাখ টাকা রোজগার হবে বাড়ি বসেই।
বাড়ি থেকেই ইউনিক ব্যবসার আইডিয়া
ব্যবসার জন্য আলাদা জায়গা বা দোকান লাগবে সে যুগ এখন অতীত! বাড়িতে বসেই কেউ অনলাইন বিজনেস করছেন তো কেউ জিনিসপত্র বিক্রি করে মালামাল হয়ে যাচ্ছেন। তবে আজ আপনাদের যে ব্যবসা সম্পর্কে জানাবো সেটা যেমন ভালো আয় সুনিশ্চিত করবে তেমনি রাস্তার ধারে বাড়ি হলেই হবে। ভাবছেন কোন ব্যবসার কথা বলছি? উত্তর হল Amul দুধের Franchise। যেটা একবার নিয়ে নিতে পারলেই কেল্লাফতে।
Amul Franchise Business
আশা করি আমুল কোম্পানি সম্পর্কে আলাদা করে কিছুই বলতে লাগবে না। ভারতের অন্যতম একটি দুগ্ধজাত প্রোডাক্ট ও দুধ উৎপাদনকারী ব্র্যান্ড আমুল। আর সকলেই জানেন যে দুধের চাহিদা চিরকালই থাকবে। এই যেমন করোনার সময় অন্যান্য ব্যবসা ক্ষতিগ্রস্ত হলেও দুধ অত্যাবশকীয় পণ্যের তালিকায় থাকায় যারা দুধ ও দুগ্ধজাত দ্রব্য বিক্রি করেছেন তারা ঠিকই লাভের মুখ দেখেছেন। প্রতিবছর আমুল হাজার হাজার কোটি টাকার লাভ করে তাই আপনিও যদি এই কোম্পানির সাথে একবার যুক্ত হতে পারেন তাহলে আপনারও মোটা ইনকাম হবে বলা যেতেই পারে।
আরও পড়ুনঃ ১৪০ কোটি দেশবাসীর জন্য সুখবর, কমে যাবে সবার EMI! শীঘ্রই সুখবর দেবে RBI
কিভাবে নেবেন Amul কোম্পানির Franchise?
আমুল কোম্পানির তরফ থেকে মূলত দুই ধরণের ফ্রাঞ্চাইজি দেওয়া হয়, একটি আউটলেট (Amul Outlet) ও আরেকটি আইসক্রিম পার্লার (Amul Icecream Parlour)। প্রথমে যে কোনো একটিকে বেছে নিতে হবে, যেটা আপনার এলাকায় বেশি ভালো চলবে। তারপর সেই হিসাবে কোম্পানির কাছে আবেদন করতে হবে।
Amul Franchise নেওয়ার জন্য কি কি লাগে?
আপনি যদি আমুলের ফ্রাঞ্চাইজি নিতে চান থামলে আপনার একটি দোকান বা খালি জায়গা থাকতে হবে। এক্ষেত্রে আপনার বাড়ি যদি রাস্তার ধারে হয় তাহলে একটি ঘর ব্যবহার করে নেওয়া যেতেই পারে। এছাড়াও কোম্পানির সাথে ব্যবসা শুরুর সময় কিছু সিকিউরিটি ডিপোজিট করতে হয়।
আপনি যদি আউটলেট খুলতে চান যেখানে দুধ ও দুগ্ধজাত দ্রব্য বিক্রি হবে তাহলে ২০,০০০ টাকা লাগবে আর যদি আইসক্রিম পার্লার খুলতে চান তাহলে ৫০,০০০ টাকা সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে।
আমুলের ফ্রাঞ্চাইজি নিয়ে কত টাকা আয় হতে পারে?
আমুল কোম্পানির সাথে কাজ করলে বিক্রির উপর নির্ভর করে আপনার রোজগার লাখ টাকাও হতে পারে। নির্দিষ্টভাবে বলতে গেলে দুধের প্যাকেটের ওপর ২.৫% ও অন্যান্য দুগ্ধজাত দ্রব্যের ওপর ১০% কমিশন দেবে কোম্পানি। এবার আপনার যত বিক্রি তত বেশি ইনকাম।
অন্যদিকে আপনি যদি আইসক্রিম পার্লার খোলেন তাহলে আয় একটু বেশি হবে কারণ আইসক্রিমের ক্ষেত্রে লাভ একটু বেশি। তাছাড়া আইসক্রিমের পাশাপাশি ফাস্টফুড বা চকোলেটও রাখতেই পারেন এতে একই দোকানে আপনার একাধিক প্রোডাক্ট থাকায় বিক্রি ও লাভ দুটোই বেশি হবে।