কমল হাসান,অজানা তথ্য,টলিউড,দক্ষিণী ইন্ডাস্ট্রি,বিনোদন,Kamal Haasan,Unknown Fact,Tollywood,Entertainment,South Movie Industry

Moumita

দক্ষিণের সুপারস্টার কমল হাসানের জীবনের ৭ টি অজানা তথ্য, যা অনেক ভক্তই এখনো জানেন না

দক্ষিণের সুপারস্টারদের কথা হবে আর সেখানে ‘কমল হাসান’এর নাম উঠে আসবেনা তাই কখনও হয়। চলচ্চিত্র জগতে এমন খুব কম অভিনেতাই আছেন যারা একটি ছবিকে বাস্তবসম্মত করে তুলতে, একটি চরিত্রে শুধু অভিনয়ই করেননা, বরং নিজের মধ্যে সেই চরিত্রটিকে লালন করেন। আর তারা এমনভাবে চরিত্রটিকে নিজের মধ্যে আত্মস্থ করেন যে মনেই হয়না আভিনয় করছেন। কমল হাসান হলেন সেইসব তারকাদের মধ্যে অন্যতম সেরা একজন।

   

অভিনয় জগতে তাঁর অবদান তাঁকে অন্য মাত্রায় নিয়ে গেছে। তবে অভিনয় ছাড়াও তাঁর সম্পর্কে এমন বেশকিছু অজানা তথ্য আছে যা খুব কম মানুষই জানেন। আজ এই প্রতিবেদনে কমল হাসান’এর এমনই কিছু অজানা কথা শেয়ার করবো যা হয়তো আপনার জানা ছিলোনা।

কমল হাসান,অজানা তথ্য,টলিউড,দক্ষিণী ইন্ডাস্ট্রি,বিনোদন,Kamal Haasan,Unknown Fact,Tollywood,Entertainment,South Movie Industry

1. পুরস্কার এবং সম্মান:- দক্ষিণ সুপারস্টার কমল হাসান ভারত সরকার কর্তৃক ২০ টি ফিল্মফেয়ার, 4 টি জাতীয় পুরস্কারের পাশাপাশি পদ্মশ্রী এবং পদ্মভূষণে ভূষিত হয়েছেন। এছাড়াও, ২০১৬ সালে, ফরাসি সরকার তাঁকে ভারতীয় চলচ্চিত্র জগতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ফ্রান্সের অন্যতম প্রধান পুরস্কার ‘দ্য নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স’ দিয়ে সম্মানিত করে।

2. ‘এনথিরান’-ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন কমল হাসান:- সাধারণত কোনো ছবি তৈরির সময় নির্মাতারা নিজেদের মধ্যেই স্টারকাস্ট নিয়ে আলোচনা করেন। প্রথমেই ফিল্ম সাইন নিয়ে অভিনেতা এবং পরিচালকের মধ্যে কোনও কথা হয় না। এমতাবস্থায় কোনও সমস্যা দেখা দিলে নির্মাতারা সেই ছবির জন্য আবার অন্য কাউকে পছন্দ করেন। ‘এনথিরান’ ছবিতেও একই ঘটনা ঘটে। প্রকৃতপক্ষে, চলচ্চিত্র পরিচালক শঙ্কর তার ছবি ‘এনথিরান’-এর জন্য কমল হাসানকে পছন্দ করেছিলেন। কিন্তু পরে কিছু সমস্যা তৈরি হলে ছবির অফার সুপারস্টার রজনীকান্তের যায়।

3. সবচেয়ে বেশি ছবি যেগুলো অস্কারে গেছে:- ভারতীয় চলচ্চিত্র জগতে প্রতিবছর প্রায় ২০০০ এর বেশি ছবি মুক্তি পায় কিন্তু এর মধ্যে খুব কম ছবিই অস্কারে যায়। তবে জানিয়ে রাখি এখনও পর্যন্ত অস্কার মনোনীত ছবিগুলির মধ্যে কমল হাসানের ছবিই সবচেয়ে বেশি। এযাবৎ তাঁর ৭ টি ছবি অস্কারের জন্য মনোনীত করা হয়েছে এর মধ্যে একটি ছবি পরিচালনা করেছিলেন কমল হাসান নিজেই, যার নাম ছিল ‘Thevar Magan’।

4. ৬ বছর বয়সে স্বর্ণপদক:- খুব জনই জানেন যে, কমল তার প্রথম চলচ্চিত্র কালাথুর কানাম্মার জন্য শিশুশিল্পী হিসেবে ভারত সরকারের কাছ থেকে স্বর্ণপদক পান।

5. কমল হাসানের আসল নাম:- সারা বিশ্ব তাঁকে চেনে, ‘কমল হাসান’ নামেই‌। কিন্তু খুব কম মানুষই অবগত যে অভিনেতার আসল নাম ‘পার্থসারথি’।

6. রানী এলিজাবেথ তাঁর ফিল্ম লঞ্চ করেছিলেন:- স্বয়ং রানী এলিজাবেথ কমল হাসান’এর ছবি Marudhanayagam লঞ্চ করেছিলেন। ১৯৯৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো ছবিটি। তবে ছবি প্রসঙ্গে বললে, সেই সময় খুব বেশি সাফল্য আনতে পারেনি ছবিটি‌।

7. কুয়েন্টিন ট্যারান্টিনো কমলের ছবির দৃশ্য নকল করেছিলেন:- বিখ্যাত হলিউড পরিচালক, কুয়েন্টিন ট্যারান্টিনো একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, তিনি কমলের ছবি ‘অভয়’ থেকে অনুপ্রাণিত হয়ে তার সুপারহিট ছবি ‘কিল বিল’-এর অ্যানিমেশন সিকোয়েন্স তৈরি করেছেন, যা আসলে তামিল ছবি ‘আলাবন্ধন’-এর রি