Arijit

হতশ্রী পারফরম্যান্স, টি-২০ বিশ্বকাপে ঋষভ পন্থের জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন দ্রাবিড়

শেষ হয়ে গেল ভারত- দক্ষিণ আফ্রিকার মধ্যে হওয়া 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বৃষ্টির কারণে ব্যাঙ্গালোরে শেষ ম্যাচ না হওয়ায় 2-2 ফলাফলে সিরিজ ড্র হল। এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন ঋষভ পন্থ।অধিনায়ক হিসেবে এই সিরিজে ভালো পারফর্মেন্স করলেও ব্যাট হাতে খুব একটা ছন্দ এ ছিলেন না ঋষভ পন্থ।

   

এই সিরিজে পাঁচ ম্যাচে ব্যাট হাতে মোট 58 রান করেন ঋষভ পন্থ। তাঁর স্ট্রাইক-রেট 105.45। ব্যাটিং গড় মোটে 14.50। 5 টি ম্যাচে পন্ত যথাক্রমে 29, 5, 6, 17 ও অপরাজিত 1 রান করেন। একদিকে যখন পন্থের ব্যাট হাতে এমন খারাপ পারফর্মেন্স, অপরদিকে ব্যাট হাতে রীতিমতো দুর্দান্ত পারফরম্যান্স করলেন ঈশান কিশান, দীনেশ কার্তিকরা।

ঈশান কিশান, দীনেশ কার্তিক এছাড়াও রয়েছেন কে এল রাহুল। এই তিনজন উইকেটরক্ষক ব্যাটসম্যান এই মুহূর্তে দুর্দান্ত পারফরম্যান্স করায় অনেকেই প্রশ্ন তুলেছেন তাহলে কি বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার ঋষভ পন্থের জন্য কঠিন হয়ে পড়ল?
টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড় অবশ্য বিন্দুমাত্র বিচলিত নন পন্তের ফর্ম নিয়ে। বরং তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে, পন্ত ভারতের বিশ্বকাপ ভাবনার বড় এবং অবিচ্ছদ্য অংশ।