নবরাত্রিতেও শরীরে নেই এক টুকরো সুতো, এবার কি দিয়ে বক্ষ ঢাকলেন উরফি জাভেদ?

নিউজশর্ট ডেস্কঃ বাংলা জুড়ে উৎসবের আমেজ। আকাশে বাতাসে দুর্গোৎসবের খুশি। ঠিক তেমনি সারা দেশ জুড়ে শুরু হয়েছে নবরাত্রীর উৎসব। সকলেই নিজের নিজের মতন করে উদযাপন করছে উৎসব। নতুন নতুন ফ্যাশনে উপস্থাপন করছে নিজেদের। তবে এইসবের মধ্যেই ফের একবার ভাইরাল উরফি জাভেদ(Uorfi Javed)

হ্যাঁ ঠিকই শুনছেন ! উরফি জাভেদ, নামটি শুনলেই সকলের চোখেই ভেসে ওঠে উদ্ভট পোশাকের কালেকশন। এই বিশেষ মহিলা দুনিয়ার সবকিছু দিয়ে বানিয়েছেন পোশাক। তার পোশাকের কালেকশন দেখলে সত্যিই হোঁচট খেতে হয়। হেন জিনিস নেই, যা দিয়ে উরফি পোশাক বানাতে পারেন না। সাইকেলের চেন থেকে শুরু করে বস্তা, সেফটি পিন, ফুল, সেলোটেপ, নিজের ছবি, হাওয়াই মিঠাই সবকিছু দিয়েই পোশাক বানিয়ে ফেলেছেন তিনি।

যদিও সেগুলিকে পোশাক বলতে নারাজ নেটিজেনদের একটা বড় অংশ। তাদের মতে, এগুলি স্রেফ অশ্লীলতা ছড়িয়ে উরফির চর্চায় আসার চেস্টা। খবরের লাইমলাইটে থাকার জন্যই তার এসব কীর্তিকলাপ। এর জন্য সমাজ তথা আগামী প্রজন্মের মধ্যে খারাপ প্রভাব পড়ছে। যদিও বা এইসবে কিছু যায় আসে না উরফির। তার এতে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি ব্যস্ত নিজেকে নিয়েই। আর এবারে নবরাত্রিতেও ফের একবার উদ্ভট লুকে ধরা দিলেন তিনি যা দেখে হতবাক সকলে।

তার শেয়ার করা নতুন পোশাকের ছবিটি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এবার উরফির পোশাকের মূল উপাদান হল কলার খোসা। হ্যাঁ চমকাবেন না ! কারন এটি সত্যি দুটি কলার খোসা দিয়ে এমন ভাবে তিনি উর্দ্ধাঙ্গ ঢেকেছেন যে হতভম্ব হয়ে যেতে হয়। নিম্নাঙ্গে পরেছেন নীল জিন্সের প্যান্ট। এমন অদ্ভূত পোশাকে সেজে শুয়ে শুয়ে কলা খেতে দেখা যাচ্ছে উরফিকে।

 

View this post on Instagram

 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)

 ইনস্টাগ্রামে একটি পেজে শেয়ার করা হয়েছে তার এই ভিডিও। আর এই ভিডিওই এখন চর্চার বিষয়। বহু নেটিজেনরাই স্বাভাবিক আপত্তি প্রকাশ করেছেন উরফির এমন লুক দেখে। এমনকি অনেকে এও বলেছেন, পবিত্র নবরাত্রির সময়ে এমন অশালীন এবং আপত্তিকর অবস্থায় ধরা দেওয়ার জন্য উরফির বিরোধিতা করা উচিত।

Papiya Paul

X