বলিউড,বিনোদন,অভিনেতা,মিঠুন চক্রবর্তী,Bollywood,Entertainment,Actor,Mithun Chakraborty

Moumita

‘ফুটপাত থেকে উঠে এসেছি আমি’, দীর্ঘ ৩৫ বছরের অভিনয় জীবন নিয়ে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী

ভারতীয় চলচ্চিত্র জগতে মিঠুন চক্রবর্তীর অবস্থান কী বা কী তার পরিচয় তা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা। তিনি একাধারে যেমন একজন সফল অভিনেতা, প্রযোজক, সমাজসেবী একইসাথে, তিনি একজন ব্যবসায়ীও বটেন। এযাবৎ তাঁর অভিনয় জীবনে বাংলা, হিন্দি সহ একাধিক ভাষায় ৩৫০ টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। তবে আজ তিনি যে সফলতার শীর্ষস্তরে বসে আছেন তা একদিনে আসেনি। দীর্ঘ সময় ধরে নিরলস পরিশ্রমের মাধ্যমে এই জায়গা তৈরি করেছেন তিনি।

   

১৯৭৬ সালে ‘আর্ট হাউস মৃগয়া’ এর হাত ধরে অভিনয় জগতে আত্মপ্রকাশ তাঁর। এই সিনেমায় অসাধারন অভিনয় প্রতিভার জন্য তিনি ন্যশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার সম্মান পান। প্রসঙ্গত উল্লেখ্য, মিঠুন অভিনীত এই ছবিটি বক্স অফিসে ১০০ কোটির আয় করা প্রথম ভারতীয় ছবি ছিলো। এরপর একে একে মুঝে ইন্সাফ চাহিয়ে, ঘর এক মন্দির, প্যার ঝুঠা নেহি, স্বর্গ সে সুন্দর এবং প্যায়ার কা মন্দির সিনেমায় অভিনয় করে দর্শকমনে পাকাপাকি জায়গা করে নেন তিনি।

বলিউড,বিনোদন,অভিনেতা,মিঠুন চক্রবর্তী,Bollywood,Entertainment,Actor,Mithun Chakraborty

২০১১ সালে একটি সাক্ষাৎকারে মিঠুন তাঁর স্ট্রাগল সম্পর্কে বলতে গিয়ে জানান, “আমি সংগ্রামের দিনগুলির কথা বলব না কারণ এটি অনেক লোকের মনোবল ভেঙ্গে দেবে। সবাই সংগ্রাম করে, কিন্তু আমার সংগ্রাম ছিল অমানুষিক। ফুটপাত থেকে সোজা মায়ানগরীতে পা রাখার সাহস দেখিয়েছিলাম আমি। মুম্বাই শহরে এসে এমন অনেক দিন কেটেছে যখন আমি কখনও ফাইভ গার্ডেনে, আবার কখনও কারও হোস্টেলের সামনে শুয়েছি। এরপর আমার এক বন্ধু আমাকে মাটুঙ্গা জিমের মেম্বারশিপ দেয় যাতে আমি অন্তত বাথরুম ব্যবহার করতে পারি। আমি সকালে সেখানে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়তাম রাস্তায়। রাস্তায় নামার পর আমি জানতাম না কোথায় যাবো। জানতাম না পরের বেলার খাবার কোথায় পাবো বা সেই রাতটা কোথায় ঘুমাবো।”

এর সাথে তিনি আরও জানান, “একটা সময় এমন ছিলো যখন আমি হার মেনে নিয়েছিলাম। আমার দৃঢ় বিশ্বাস জন্মেছিলো যে আমি আর এটা করতে পারবোনা, ভেবেছিলাম শেষ পর্যন্ত আমাকে আত্মহত্যা করতে হবে। অনেক কারণ ছিল আমার আত্মহননের চিন্তার পিছনে। আমার রাজনৈতিক পটভূমির কারণে আমি কলকাতাতেও ফিরে যেতে পারিনি। কিন্তু আমার মধ্যে এমন কিছু ছিলো যে আমি হার মানতে প্রস্তত ছিলামনা।” প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে অ্যামাজন প্রাইম ভিডিও সিরিজ ‘বেস্টসেলার’ দিয়ে OTT প্লাটফর্মে আত্মপ্রকাশ করেন মিঠুন। সম্প্রতি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এ নিজের দূর্দান্ত অভিনয়ের সৌজন্যে আপামর জনসাধারণের মন জিতে নিয়েছিলেন তিনি।