জি বাংলা,ধারাবাহিক,বিনোদন,টলিউড,এই পথ যদি না শেষ হয়,মুমু,অন্বেষা,Zee Bangla,Serial,Tollywood,Entertainment,Ei path jodi na sesh hoy

‘পণপ্রথা’কে সাফ না, নিজের বিয়েতেই গর্জে উঠলো মুমু দিদি, ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের দৃশ্যে আপ্লুত দর্শকেরা

জি বাংলায় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম সেরা হিসেবে বিবেচিত হয় ‘এই পথ যদি না শেষ হয়’। ধারাবাহিকের মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন অন্বেষা। নিজের অভিনয়ের গুনে এই মুহুর্তে যেন দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাকটিভ থাকেন অভিনেত্রী।

এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকটির নিয়মিত দর্শকরা তো এই বিষয়ে নিশ্চয়ই অবগত যে ধারাবাহিকে এখন সবাই মুমু দিদির বিয়ে নিয়ে ব্যস্ত। আর এই বিয়ে নিয়েই গন্ডগোল পাকিয়েছে মুমুর শ্বশুর বাড়ির পরিবার।

বিয়ের জন্য নানা রকমের যৌতুকের তালিকা তৈরি করেছে তারা। এমতাবস্থায় মুমুর বাড়ির লোক যখন দিশেহারা সেই সময় মুশকিল আসান হয়ে এগিয়ে এলো স্বয়ং মুমু।পণপ্রথার মতো ঘৃণ্য দাবির বিরুদ্ধে রুখে দাঁড়ালো মুমু এবং তার দিদি ঊর্মি।

প্রসঙ্গত, পণপ্রথা একটি দীর্ঘদিনের কুপ্রথা। এই প্রথার জেরেই বহু মহিলাকে স্বামীগৃহে নির্যাতনের শিকার হতে হয়েছে। কোনো পরিস্থিতিতেই যে পণপ্রথার মতো একটি অন্যায় কাজকে প্রশ্রয় দেওয়া উচিত নয় তাই সুন্দর ভাবে উপস্থাপিত করা হয়েছে এই ধারাবাহিকে। বলাইবাহুল্য এই দৃশ্য মন জিতে নিয়েছে দর্শকদের।

Avatar

Moumita

X