নিউজশর্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ার অন্যতম সেন্সেশন এখন ডলি চা ওয়ালা(Dolly Chaiwala)। তিনি নাগপুরে চা বিক্রি করেন। কিছুদিন আগে বিল গেটসকে চা পরিবেশন করার পর ফের ভাইরাল হয়ে গিয়েছেন এই চা ওয়ালা। তার চা বিক্রির স্টাইল দেখে রাতারাতি সোশ্যাল মিডিয়ার তারকা হয়ে গিয়েছেন তিনি।
নেটিজেনদের মনে একটাই প্রশ্ন এই চা বিক্রি করে প্রত্যেক মাসে কত টাকা উপার্জন করেন তিনি? আজকের এই প্রতিবেদনে এই চা ওয়ালা সম্পর্কে অনেক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এই চা ওয়ালার আসল নাম হল সুনীল পাটিল। মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা তিনি। বিগত ১০ বছরেরও বেশি সময় ধরে তিনি চা বিক্রি করছেন।
সকাল ছয়টা থেকে রাত্রি ন’টা পর্যন্ত তিনি চা বিক্রি করেন। তার দোকানে এক কাপ চায়ের দাম শুরু হয় ৭ টাকা থেকে। টাইমস অফ ইন্ডিয়া, রিপোর্ট মারফ জানা গিয়েছে, প্রত্যেকদিন এই চা ওয়ালা ৩৫০ থেকে ৫০০ কাপ চা বিক্রি করেন। আর প্রত্যেকদিন এই চা বিক্রি করে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত রোজগার হয়।
আইএমডিবি স্টার পোর্টাল অনুসারে জানা গিয়েছে তিনি ১০ লক্ষ টাকার সম্পত্তির মালিক। এছাড়া সোশ্যাল মিডিয়ার দৌলতেও প্রত্যেক মাসে মোটা টাকা রোজগার হয়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ও প্রচুর। বিল গেটসকে চা পরিবেশন করার পর তার অনুভূতির কথা তিনি শেয়ার করেছেন। ভবিষ্যতে এই ডলি চা ওয়ালা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চা পরিবেশন করতে চান বলেও জানিয়েছেন।