Arijit

দক্ষিণ আফ্রিকা সফরে একাধিক বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে কোহলি, অশ্বিন, পূজারা, রাহানে

আজ থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট সিরিজ। এই দক্ষিণ আফ্রিকায় এমন এক দেশ যেখানে এখনও পর্যন্ত কোন টেস্ট সিরিজ জেতেনি ভারত। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো শক্তিশালী দেশের মাটিতে টেস্ট সিরিজ জিতলেও দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনো পর্যন্ত টেস্ট সিরিজ জয় অধরাই থেকে গিয়েছে কোহলিদের। তবে এবার কোহলিদের সামনে এক সুবর্ণ সুযোগ দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিতে ইতিহাস তৈরি করা।
তারই পাশাপাশি আরও বিশেষ কিছু রেকর্ড গড়ার হাতছানি রয়েছে টিম ইন্ডিয়ার সামনে।

   

দক্ষিণ আফ্রিকা সফরে কোহলির সামনের সুবর্ণ সুযোগ রয়েছে ক্যারিয়ারের 100 তম টেস্ট ম্যাচ খেলে ফেলার। ইতিমধ্যেই 97 টি টেস্ট ম্যাচ খেলা হয়ে গিয়েছে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির। দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনটি টেস্ট ম্যাচ খেলে 100 টি টেস্ট ম্যাচ খেলার বিরাট মাইলফলক ছুঁয়ে ফেলবেন কোহলি।

কোহলির পাশাপাশি অফফর্মে থাকা দুই ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারার সামনে সুবর্ণ সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাজার রানের মাইলফলক স্পর্শ করা।

অনন্য নজিরের সামনে দাড়িয়ে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করে ইতিমধ্যেই হরভজন সিং কে টপকে গিয়েছেন অশ্বিন। এবার তার সামনে টপকে যাওয়ার হাতছানি কপিল দেব-কেও।