Arijit

নিউজিল্যান্ড ম্যাচের আগে বড় ঝটকা খেল কোহলি, রাহুল! চিন্তায় ভারতীয় শিবির

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচে ভারতের কোন ব্যাটসম্যান রান করতে পারেননি। রান করেছিলেন একমাত্র অধিনায়ক বিরাট কোহলি। দুরন্ত অর্ধশত রান করেছিলেন তিনি। তবে তার সত্ত্বেও পাকিস্তানের কাছে 10 উইকেটে হেরে গিয়েছিল ভারত। দলের হার বাঁচাতে না পারলেও সারা বিশ্বের কাছে প্রশংসা কুড়িয়েছিল বিরাটের ওই ইনিংস।

   

তবে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করলেও টি-টোয়েন্টি ক্রিকেটে র্যাংকিংয়ে বিরাট পতন কোহলির। ব্যাটারদের ক্রম তালিকায় একধাপ নেমে পঞ্চম স্থানে চলে গেলেন বিরাট কোহলি।

কোহলির পাশাপাশি র্যাংকিংয়ে পতন হয়েছে ভারতের আরেক তারকা ব্যাটসম্যান কে এল রাহুলেরও। পাকিস্তানের বিরুদ্ধে শুরুতেই আউট হয়ে যান রাহুল। দু ধাপ নেমে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এই মুহূর্তে তার স্থান অষ্টম।