Arijit

এবার একই দলের হয়ে খেলতে চলেছেন বিরাট-বাবর-শাকিবরা, তৈরি হয়েছে সম্ভাবনা

রাজনৈতিক কারণের জন্য দীর্ঘ কয়েক বছর ধরে ভারত- পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। এছাড়াও আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের প্রবেশ নিষিদ্ধ। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি এতটাই খারাপ যে ভবিষ্যতেও ভারত- পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কোন সম্ভাবনা নেই। আর এমন পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের ক্রিকেটারদের একসঙ্গে নিয়ে এক বিশেষ প্রতিযোগিতার চিন্তাভাবনা করছে এশিয়া ক্রিকেট কাউন্সিল।

   

২০০৫ সালে শুরু হয়েছিল অ্যাফ্রো-এশিয়া কাপ। ২০০৭ সালের পর এই প্রতিযোগিতা আর হয়নি। আবার অ্যাফ্রো- এশিয়া কাপ শুরু করতে চাইছে এসিসি। এশিয়ার সেরা একাদশের সঙ্গে খেলা হবে আফ্রিকার সেরা একাদশের। এশীয় একাদশ তৈরি হবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তানের ক্রিকেটারদের নিয়ে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে একই দলের হয়ে খেলবেন রোহিত শর্মা, মহম্মদ রিজওয়ান, বিরাট কোহলি, বাবর আজম, শাকিব আল হাসান, রশিদ খানরা।

এসিসির অন্যতম কর্তা প্রভাকরণ থানরাজ বলেছেন, ‘‘ক্রিকেট বোর্ডগুলো এখনও আমাদের নিশ্চিত করেনি। বিষয়টা পরিকল্পনার স্তরে রয়েছে। সংশ্লিষ্ট সব ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা কথা বলছি। আমাদের প্রধান লক্ষ্য ভারত- পাকিস্তানের সেরা ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল তৈরি করা।’’