Arijit

এই কাজ করতে পারলেই আজ একযোগে দ্রাবিড় ও গাঙ্গুলির রেকর্ড ভেঙে দেবে কোহলি

আজ থেকে শুরু হচ্ছে ভারত দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম একদিনের ম্যাচের আজ মুখোমুখি হতে চলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। আজকের ম্যাচে আর অধিনায়ক হিসেবে মাঠে নামছেন না বিরাট কোহলি। তবে অধিনায়ক হিসেবে মাঠে না নামলেও দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আজকের ম্যাচে বড় ভূমিকা পালন করবেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

   

আজকের ম্যাচে বিরাট কোহলির সামনে দলেরই হেড কোচ রাহুল দ্রাবিড় এবং ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীকে টপকে যাওয়ার এক বিরাট হাতছানি রয়েছে।

এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে 1287 রান করে সর্বোচ্চ রানের তালিকায় ভারতীয়দের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি। 1309 রান করে রাহুল দ্রাবিড় রয়েছেন তালিকায় তৃতীয় স্থানে অপরদিকে 1313 রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। আজকের ম্যাচে আর 27 রান করতে পারলেই বিরাট কোহলি একসঙ্গে যাবেন রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলীকে এবং এই তালিকায় শচিনের পর দ্বিতীয় স্থানে উঠে আসবেন তিনি। 2001 রান করে তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ক্রিকেটের ভগবান সচিন তেন্দুলকার। তবে শচীনকে টপকাতে বিরাটের এখনো বেশ কিছুটা সময় লাগবে।