বিশ্বের সমস্ত ক্রিকেটারদের ছাপিয়ে নয়া নজির গড়লেন কোহলি, সামনে শুধু রোনাল্ডো আর মেসি

বিরাট কোহলি মানেই রেকর্ড। তা সেই ক্রিকেট মাঠেই হোক বা মাঠের বাইরে বিরাট কোহলি যেখানেই আছেন সেখানেই তিনি নতুন নতুন রেকর্ড গড়ে চলেছেন। আরও একটি নতুন নজির করে ফেললেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তবে এবার মাঠের মধ্যে নয়, মাঠের বাইরে সোশ্যাল মিডিয়ায় এক বিরাট নজির গড়লেন বিরাট কোহলি।

দেশের সব ক্ষেত্রের সব খ্যাতনামীদের ছাপিয়ে প্রথম ভারতীয় হিসেবে ইনস্টাগ্রামে ২০ কোটি অনুসরণকারী হল কোহলীর। গোটা বিশ্বের ক্রিকেটারদের মধ্যে ইনস্টাগ্রাম অনুসরণকারীর সংখ্যায় কোহলীই শীর্ষে রয়েছেন। বিশ্বের ক্রীড়াবিদদের মধ্যে তাঁর স্থান তৃতীয়। প্রথম দু’টি স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি।

২০ কোটি ফলোয়ার সংখ্যা ছুঁয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভক্ত, অনুরাগীদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘২০০ মিলিয়নের শক্তি। ইনস্টায় আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।’

Avatar

Koushik Dutta

X