সাম্প্রতিকে সারা ভারতের বলিদর্শকদের সিনেমা নিয়ে দেখা গেছে এক বিশাল পরিবর্তন। আগে সাধারনত সুপারস্টার নির্ভর ছবি চললেও, এখন দর্শকদের চাহিদা দারুন গল্প। এখন বলিউডে ছোট তারকাদের গল্প সম্বলিত ছবি দারুন হিট হয়, আবার বড় তারকাদের বিশাল বাজেটের সিনেমাও দারুন ফ্লপ হয়। আজ সেরকমই বিশাল বাজেট তৈরী এবং বলিউডের তাবড় তাবড় তারকা থাকা সত্বেও বক্স অফিসে ব্যর্থ সিনেমা নিয়ে আলোচনা করবো এই প্রতিবেদনে।
১) শান্দারঃ- ৬৯ কোটি টাকা বাজেটের এই সিনেমার বক্স অফিসের যাত্রা মোটেই সুখকর থাকেনি। ২০১৫ সালে মুক্তি পাওয়া এই মুভি নিয়ে উৎসাহের অভাব থাকেনি দর্শকদের মধ্যে। শহীদ কপূর, আলিয়া ভাটের মত অভিনেতারা অভিনয় করলেও বক্স অফিসে চলতে পারেনি সেরকম। মাত্র ৩৯.৪৮ কোটি টাকা আয় করেই খতম হয়ে যায় বক্স অফিস যাত্রা।
২) বোম্বে ভেলভেট ঃ-অনুরাগ কাশ্যপ পরিচালিত এই ছবিটি ২০১৫ সালের অন্যতম বড় ছবি। প্রায় ১২০ কোটি টাকা খরচ করে তৈরি হলেও বক্সঅফিসে বিপুল বিপর্যয়ের কবলে পড়ে ধর্ম প্রোডাকশনের এই মুভিটি। সিনেমাতে মুখ্য চরিত্রে দেখা যায় রণবীর কাপুর, আনুশকা শর্মা এবং করণ জোহরকে। ১২০ কোটির বাজেট নিয়ে তৈরি হলেও মাত্র ২২.৮ কোটি আয় করে বক্স অফিসে।
৩) কাইটসঃ- রাকেশ রোশন প্রোডাকশনের এই সিনেমাতে রয়েছে আন্তর্জাতিক ছোঁয়া। সিনেমার মুখ্য চরিত্রে ছিলেন বলিউডের গ্রীক গড হৃতিক রোশন, বারবার মোরি এবং বলি কুইন কঙ্গনা। অনুরাগ বসু পরিচালিত এই সিনামটি প্রায় ৫০ কোটি টাকার বাজেট তৈরি হলেও ৪৭.৮৪ কোটিতেই আটকে যায় ফিল্মের সফর। এবং কাঙ্ক্ষিত আন্তরজাতিক পরিচিতিও মেলেনি রাকেশ রোশনের।
৪) জিরোঃ- শাহরুখের সর্বশেষ সিনেমা জিরো প্রায় ২০০ কোটির বাজেটে তৈরি হয়। শাহরুখ খান অনুষ্কা শর্মা এবং ক্যাটরিনা কাইফ অভিনীত এই মুভিতে যথেচ্ছ ব্যবহার হয় VFX এর। ২০১৮ সালে মুক্তি পাওয়া এই সিনেমা তার বাজেটের অর্ধেক পরিমাণ কালেকশনও করতে পারেনি সেসময়। ক্রিসমাসের সময় মুক্তি পাওয়া এই সিনেমা নতুন বছরে আর তেমন চলেনি, মাত্র ৮৮.৭৪ কোটি টাকা আয় করেই বন্ধ হয়ে যায় বলিউড সফর।
৫) টিউব লাইট ঃ- বলিউডের ভাইজান অভিনীত এই মুভি পরিচালক কবির খানের সাথে তার তৃতীয় জুটি। প্রায় ১৩৫ কোটি টাকা দ্বারা নির্মিত এই ছবি বিশাল উত্তেজনার সাথে এলেও বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হয়। সিনেমাতে সালমান খানের সাথে দেখা যায় সোহেল খানকেও। কিন্তু আকাশচুম্বী প্রত্যাশা নিয়েই মাত্র ১১৪.৫ কোটিতেই শেষ হয়ে যায় সফর।