Arijit

অধিনায়কত্ব ছাড়তেই দল থেকে বাদ পড়লেন বিরাট, জানুন এর নেপথ্যে আসল কারণ

এই মুহূর্তে দুবাইয়ে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে। বিশ্বকাপে পর পর দুটি ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে টিম ইন্ডিয়াকে।

   

এই বিশ্বকাপ শেষ হওয়ার পরই ভারতের নিউজিল্যান্ড সফর রয়েছে। আগামী 17 ই নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ইতিমধ্যেই এই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। আর তাই আসন্ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব রয়েছে রোহিত শর্মা এবং সহ-অধিনায়কের দায়িত্ব রয়েছেন কে এল রাহুল।

আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য যে ভারতীয় দল ঘোষিত হয়েছে সেখানে জায়গা হয়নি বিরাট কোহলির। এছাড়াও এই সিরিজে বাদ পড়েছেন জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সামির মতো তারকারাও। এছাড়াও দলে নেই হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজার মতো তারকা অলরাউন্ডাররাও। আর তারপরই সমালোচনা শুরু হয়েছে। তবে সেই সমস্ত সমালোচনায় জল ঢেলে বিসিসিআই এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে এই পাঁচ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে।