রোহিত শর্মাকে টি-২০ ক্রিকেটে অধিনায়কত্ব থেকে সরানোর দাবি তুললেন সেওয়াগ

বিরাট কোহলি নেতৃত্ব ছাড়ার পর ভারতীয় ক্রিকেটে তিনটে ফরম্যাটেই অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মা কে। বিসিসিআই এর এই সিদ্ধান্ত রোহিতের উপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে বলে মনে করেছেন ভারতের প্রাক্তন ব্যাটার বীরেন্দ্র সেওয়াগ।

এবার টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়ার দাবি তুললেন বীরেন্দ্র সহবাগ। তাঁর মতে অন্য কাউকে দায়িত্ব দিলে লাভজনক হবে। সেই সঙ্গে ব্যাটিং অর্ডারের তিন নম্বর থেকে কোহলিকেও সরিয়ে দেওয়ার পক্ষে তিনি।

সহবাগ বলেছেন, ‘‘ভারতীয় দলের উচিত টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসাবে অন্য কারও কথা ভাবা। তাতে রোহিত কিছুটা চাপমুক্ত হবে। তা ছাড়া রোহিতের বয়স এখন ৩৫। সেটাও মনে রাখা দরকার।’’
এছাড়াও সহবাগ বলেছেন, ‘‘তিন নম্বর জায়গাটা নিয়ে ভাবা দরকার। টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলিকে তিনে পাঠানো উচিত নয়। আমাদের আরও শক্তিশালী ব্যাটার রয়েছে।”

Avatar

Koushik Dutta

X