Arijit

পাকিস্তানের পক্ষে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত! আউট না হয়েও মাঠ ছাড়লেন ওয়ার্নার, দেখুন ভিডিও

বৃহস্পতিবার পাকিস্তানের দেওয়া 177 রানের টার্গেট চেজ  করতে নেমে শুরুতেই অধিনায়ক অ্যারন ফিঞ্চকে হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়াকে সেই চাপ থেকে বের করেন ডেভিড ওয়ার্নার। দুরন্ত ব্যাটিং করে তিনি অস্ট্রেলিয়ার চাপ অনেকটাই কমিয়ে দেন। তবে ভালো ব্যাটিং করলেও হাস্যকর ভাবে আউট হয়ে তিনি ক্রিজ ছাড়লেন।

   

ওয়ার্নারের ব্যাটে বলই লাগেনি তার সত্ত্বেও তিনি ক্রিজ ছেড়ে বেরিয়ে যান। আশ্চর্যজনক ব্যাপার এটাই হল যে আম্পায়ার আউট দিলে তার কোন প্রতিবাদ না করে এমনকি হাতে রিভিউ থাকার সত্বেও সেটি ব্যবহার না করে নট আউট থাকার সত্ত্বেও ক্রিজ ছেড়ে বেরিয়ে যান ডেভিড ওয়ার্নার।

Video= https://www.t20worldcup.com/video/2349020

অস্ট্রেলিয়ার ইনিংসের 10.1 ওভারে বোলিং করছিলেন পাকিস্তানের শাদব খান। শাদব খানের বলে উইকেটরক্ষক রিজওয়ান এর হাতে ক্যাচ দিয়ে ক্রিজ ছাড়েন ওয়ার্নার। তবে পরে দেখা যায় বল ওয়ার্নারের ব্যাটেই লাগে নি। এমনকি বল এবং ব্যাট এর মাঝে অনেকটাই ফাঁকা ছিল। তার সত্ত্বেও ওয়ার্নারের এইভাবে রিভিউ না নিয়ে ক্রিজ ছেড়ে চলে যাওয়ায় অবাক হয়েছেন সকলে।