Arijit

বাজি ফাটিয়ে, নাচ-গান করে পাকিস্তানের হার সেলিব্রেট করল আফগানিস্তান-বালোচিস্তান

বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। এই ম্যাচে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে ফাইনালে চলে গিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর পাকিস্তানের এই হারে বেজায় খুশি হয়েছে পাকিস্তানের প্রতিবেশী দেশ গুলি। পাকিস্তানের এই হারে সবথেকে বেশি খুশি হয়েছে ভারতীয়রা। পাকিস্তানের এই হার বিভিন্ন ভাবে সেলিব্রেশন করেছেন তারা।

   

তবে পাকিস্তানের এই হারে আরও কয়েকটি দেশ বেজায় খুশি হয়েছে। তারা বোম ফাটিয়ে, নাচ-গান করে পাকিস্তানের এই হার সেলিব্রেশন করেছে। এমনই দৃশ্য দেখা গেল বালুচিস্তানে এবং আফগানিস্তানে।

আফগানিস্তানের এক সাংবাদিক হাবিব খান সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে লিখেছেন পাকিস্তানের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর এই ভাবে সেলিব্রেশন করছেন আফগানরা। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, হাজার হাজার আফগান পাকিস্তানের হারের পর নাচ গান করে এবং বোমা ফাটিয়ে সেই হার সেলিব্রেশন করছেন। এমনকি বালুচিস্তানেও দেখা গিয়েছে সেই একই দৃশ্য।