Arijit

গুরুত্বর চোট নিয়ে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার

চোটের কারণে দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে ছিলেন ভারতের তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। অবশেষে চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে দলে ফিরেছিলেন ওয়াশিংটন সুন্দর। তবে আগামীকাল থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজ থেকে সেই চোটের কারণেই ছিটকে গেলেন এই তারকা অলরাউন্ডার। জানা গিয়েছে ওয়াশিংটন সুন্দরের হ্যামস্ট্রিংয়ে গুরুত্বর চোট রয়েছে।

   

বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন হ্যামস্ট্রিংয়ে গুরুত্বর চোট রয়েছে ওয়াশিংটন সুন্দরের। সেই কারণে তাকে এই টি-টোয়েন্টি সিরিজে খেলানোর ঝুঁকি নিচ্ছে না বিসিসিআই। তিন সপ্তাহ ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে  থাকতে হবে সুন্দরকে। সেখানেই তার চিকিৎসা চলবে।

উল্লেখ্য, আগামী ১৬ ই ফেব্রুয়ারি থেকে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে ভারত। গোটা সিরিজটাই খেলা হবে কলকাতার ইডেন গার্ডেনে। ওয়াশিংটন সুন্দর এর আগে এই টি-টোয়েন্টি সিরিজ থেকে আরও দুই ভারতীয় ক্রিকেটার ছিটকে গিয়েছেন। একজন সহ অধিনায়ক কে এল রাহুল, অপরজন অলরাউন্ডার অক্ষর প্যাটেল।