WBBSE issues new notice for schools regarding electricity bill

লাফিয়ে বাড়ছে কারেন্টের বিল! স্কুলের বিদ্যুৎ ব্যবহার নিয়ে কড়া শিক্ষা দফতর, জারি হল নির্দেশিকা

নিউজশর্ট ডেস্কঃ যে হারে প্রতিবছর গরম বাড়ছে তাতে লাইট, ফ্যান ও এসি আরও বেশি করে চলছে। এই সমস্ত কিছুই চলে বিদ্যুতের (Electricity) দ্বারা, যার ফলে বিদ্যুতের চাহিদা রীতিমত রেকর্ড করেছে। যে কারণে ইলেকট্রিক বিল (Electric Bill) দিতে গিয়ে কালঘাম ছুটছে আমজনতার। কিন্তু শুধু সাধারণ মানুষেরই নয় এবার টনক নড়েছে রাজ্যের বিভিন্ন স্কুল তথা শিক্ষা প্রতিষ্ঠানেরও।

ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। WBSSE এর এই নির্দেশিকায় যেখানে স্কুল চলাকালীন সময়ের বাইরে বিদ্যুতের ব্যবহার নিয়ে সচেতন হওয়ার জন্য বলা হয়েছে। এখানেই শেষ নয়, কোথায় কত বিদ্যুৎ খরচ হচ্ছে সেটার হিসাব রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যুতের অপচয় রুখতে জারি নির্দেশিকা!

যেমনটা জানা যাচ্ছে গত ২৬শে জুলাই বিদ্যুতের ব্যবহার সম্পর্কিত নির্দেশিকা জারি হয়েছে। বহু স্কুল থেকেই অভিযোগ আসছিল যে স্কুল শেষ হয়ে যাওয়ার পরেও ক্লাসের লাইট, ফ্যান চালু থেকে যাচ্ছে। এর ফলে একদিকে যেমন বিদ্যুতের অপচয় হচ্ছে তেমনি বিদ্যুতের সংকটও দেখা দিচ্ছে। তাই এই ধরণের অপচয় রুখতেই নির্দেশিকা দেওয়া হয়েছে।

Electricity Bill

অবশ্য শুধুমাত্র ক্লাসরুম নয়, টিচার্স রুম থেকে অন্নান্য ঘরেও যেন বিদ্যুতের কোনোরকম অপচয় না হয় সেদিকে নজর রাখার কথা বলা হয়েছে নির্দেশিকাতে। এছাড়াও নিয়ম ঠিক মত মানা হচ্ছে কি না তার জন্য নজরদারি চালানো হবে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুনঃ বাজেট ঘোষণা পর হুড়মুড়িয়ে কমল সোনা-রুপোর দাম, কেনার জন্য দোকানে ক্রেতাদের ভিড়!

স্থানীয় এসআই থেকে শুরু করে বিশেষ কমিটির তরফে মাঝে মধ্যেই স্কুলে পরিদর্শন করা হবে। তাঁরা রিপোর্ট জমা করবেন স্কুল শিক্ষা দফতরে। আসলে এই নিয়ম রাজ্যের বিদ্যালয়গুলিতে হওয়া বিদ্যুতের অপচয় বন্ধ করার জন্যই। তাই সেটা যাতে সম্পূর্ণভাবে কার্যকর হয় সেদিকেও নজর দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X