নিউজশর্ট ডেস্কঃ Weather Report Of Today In West Bengal: আজ সকাল থেকেই আকাশ মেঘলা! ভোরবেলা থেকে উত্তর ২৪ পরগনা ও কলকাতার বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের(Weather Report) পূর্বাভাস অনুযায়ী, আজকে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকার কথা। কিন্তু সকাল হতেই শুরু হয়ে গিয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি। এই বৃষ্টিপাতের জেরে আবার হলুদ সর্তকতা জারি হয়েছে কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে।
আজকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়ায়। ঝেঁপে বৃষ্টি নামবে বসিরহাট, সল্টলেক, কলকাতা, দমদম, বালী, হাওড়া, আমতা, বাগনান, উলুবেড়িয়া, ডায়মন্ডহারবার, ক্যানিং, তমলুক, হলদিয়া, খেজুড়ি, সাগরদ্বীপ, কাঁথি, মন্দারমণি, দিঘা, তাজপুরে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস মিলেছে।
বিগত কয়েকদিন ধরে সকালবেলা কলকাতা ও শহরতলীর আশেপাশে অঞ্চলে এই বৃষ্টির জন্য ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীদের। প্রত্যেকদিনই কমবেশি বৃষ্টিপাতের জেরে কলকাতার বেশ কিছু রাস্তায় ইতিমধ্যেই জল জমে গিয়েছে। আর যার ফলে যাতায়াতের অসুবিধার পাশাপাশি যানজটের সমস্যা ও তৈরি হয়েছে।
কলকাতার তাপমাত্রা: আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশেপাশে থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে। বাতাসে আদ্রতার পরিমাণ ৯৬ শতাংশ। অর্থাৎ আজকেও অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। আগামী দু’দিনে কলকাতার তাপমাত্রা কিছুটা বাড়বে। ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে আগামী দু’দিনে কলকাতার তাপমাত্রা। আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিগত কয়েকদিন ধরে এই বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কম ছিল। সাময়িক হলেও এই বৃষ্টির জেরে এই ভ্যাপসা গরম থেকে রেহাই মিলেছিল রাজ্যবাসীর। তবে আগামী দু’দিন তাপমাত্রার কিছুটা হলেও হেরফের হতে পারে। তাপমাত্রা বাড়ার ফলে গরমও বাড়বে। আর বাতাসে আদ্রতার পরিমান বেশি থাকার ফলে অস্বস্তি বজায় থাকবে।