নিউজশর্ট ডেস্কঃ গোটা বৈশাখ মাসে জুড়ে গরমের তীব্রতা প্রচুর ছিল। যদিও গত সপ্তাহে বৃষ্টি হওয়ার দরুন সাময়িক হলেও স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গবাসীর। তবে চলতি সপ্তাহে একটু একটু করে গরমের তীব্রতা বাড়তে শুরু করেছে। এমনকি এখন তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে। তবে এবার আবহাওয়ার(Weather Update) পরিবর্তন নিয়ে বড় আপডেট দিয়েছে হাওয়া অফিস।
জানা গিয়েছে রবিবার থেকে আবার আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজকে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আজকে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। এই জায়গাগুলোতে আদ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে।
এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টি সম্ভাবনা থাকলেও এখানে গরমের জন্য একটা অস্বস্তিকর তাপমাত্রা বজায় থাকতে পারে। রবিবার থেকে আবহাওয়ার একটু হলেও বদল আসতে চলেছে বলে হাওয়া অফিস জানিয়েছে। রবিবার, সোমবার এবং মঙ্গলবার উত্তরের প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কোথাও আবার ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে, কোথাও আবার ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
এছাড়া দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে যে শুক্রবার এবং শনিবার প্রত্যেকটি জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর বজায় থাকবে। আবার শনিবার দিন ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গায় গরমের তাপমাত্রা বাড়বে এবং আদ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।
বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পশ্চিম বর্ধমানেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। রবিবার বিকেলের দিকে পশ্চিমে জেলাগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার এবং মঙ্গলবারও দক্ষিণবঙ্গের প্রায় সব কটি জেলাতেই মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।