South Bengal

South Bengal: পালিয়েছে শীত! এবার দক্ষিণবঙ্গে তড়তড়িয়ে বাড়বে গরম, আজকের আবহাওয়া

নিউজশর্ট ডেস্কঃ আর মাত্র হাতে গোনা কয়েক দিনের অপেক্ষা। তারপরেই আসছে বড়দিন। ইতিমধ্যেই সেলিব্রেশনে মেতে উঠেছে গোটা রাজ্যবাসী থেকে দেশবাসী। সেজে উঠেছে শহর কলকাতা। তবে বড়দিনের সময় ঠাণ্ডার কাঁপুনি কেমন থাকবে তা নিয়ে চিন্তায় রয়েছে সকলে।

কালীপুজোর পর থেকেই বাংলায় বেশ ঠান্ডা পড়তে শুরু করেছিল। এরপর ডিসেম্বর মাসে পারদ হু হু করে নামতে থাকে। দক্ষিণবঙ্গে(South Bengal) বেশ কিছু জেলাতে তাপমাত্রা পারদ ১০° আবার কোথাও ৯ ডিগ্রীতে নেমে গিয়েছে। উত্তরবঙ্গেও তাপমাত্রার পারদ অনেকটাই নিচের দিকে। এমনকি এই কলকাতা প্রত্যেকদিন তাপমাত্রার রেকর্ড গড়েছে।

এতদিন কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রির ঘরের ঘোরাফেরা করছিল। তবে ক্রিসমাসের আগে আবহাওয়া কেমন থাকবে? গত দু’দিন ধরে ঠান্ডা অনেকটাই কম মনে হচ্ছে, যা টের পাচ্ছে সকলেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামী দিনে রাজ্যে তাপমাত্রার পারদ খানিকটা বাড়বে। অর্থাৎ এবার ক্রিসমাসে তাপমাত্রা  অনেকটাই বেশি থাকবে। সেভাবে ঠান্ডা অনুভূত হবে না রাজ্যবাসীর।

Weather Update

আরও পড়ুন: Weather Update: পশ্চিমি ঝঞ্ঝা বদলে দেবে শীতের চরিত্র! হাড় কাঁপুনি ঠান্ডা নিয়ে সতর্ক করল আবহাওয়া অফিস

তাহলে কি ডিসেম্বর মাসেই শীত বিদায় নিচ্ছে? আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বিগত দুদিন অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার কলকাতা শহরের তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির ঘরে। আজকেও কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনে এই তাপমাত্রার পারদ আরও বাড়তে পারে।

এমনকি কলকাতা শহরে বড়দিনের তাপমাত্রা ১৭ ডিগ্রী ছুঁয়ে ফেলতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া বিজ্ঞানীরা।  এদিকে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই কারণে উত্তরে হাওয়া বাধা পাচ্ছে ফলে ঠান্ডা কমবে। এদিকে শুক্রবারে নতুন করে পশ্চিমীঝঞ্ঝা আসবে। তার সঙ্গে ঘূর্ণাবর্তের জেরে ঢুকবে জলীয় বাষ্প।

Avatar

Papiya Paul

X