West Bengal Government Announce to give Clubs Rs 85000 for Durgapuja

সোনায় সোহাগা পুজো কমিটি! দুর্গাপুজোর জন্য ক্লাবকে ৮৫,০০০ টাকা দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের

নিউজশর্ট ডেস্কঃ এবছর লোকসভা ভোটে জেতার পর থেকেই একের পর এক প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার (West Bengal Government)। সেইদিক নজরে রেখে অনেকেই ধারণা করেছিলেন যে এ বছর দুর্গাপূজা (Durgapuja) উপলক্ষে ক্লাবগুলোকে দেওয়া অনুদানের পরিমাণ বাড়তে পারে। সম্প্রতি সেই ধারণা সত্যি করে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। এক দুই বা ৫০০০ নয় গত বছরের তুলনায় একলা পেয়ে ১৫ হাজার টাকা বেশি অর্থাৎ ৮৫ হাজার টাকা। প্রতিটি ক্লাবকে অনুদান (Grants for Club) দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবছর ভোটের আগেই লক্ষ্মীর ভান্ডারে দেওয়া মাসিক অনুদান বাড়িয়ে দেওয়া হয়েছে। এরপর ভোটে জিতলে আরও একাধিক প্রকল্পে ভাতা বৃদ্ধি করা হয়েছে। সেই ধারা বজায় রেখে প্রায় ৪৩ হাজারেরও বেশি দুর্গাপূজা কমিটির জন্য দেওয়া অনুদান ১ লাফে ১৫০০০ টাকা বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার।

দুর্গাপুজো উপলক্ষে ক্লাবগুলিকে দেওয়া হবে ৮৫০০০ টাকা

দেখতে দেখতে জুলাই মাস শেষের পথে দুর্গাপুজোর আর মাত্র দু মাস বাকি। ইতিমধ্যেই অনেক পুজো কমিটি নিজেদের দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব শুরু করে ফেলেছে। প্রতিবছর রেজিস্টার্ড ক্লাব গুলিকে দূর্গা পূজার জন্য অনুদান হিসাবে কিছু টাকা দেওয়া হয়। মূলত দুর্গাপুজো ইউনিস্কো হেরিটেজ খেতাব পাওয়ার পরেই এই অনুদানের কথা ঘোষণা করা হয়। শুরুতে এই অনুদানের পরিমাণ ছিল ৫০ হাজার টাকা।

Government of West Bengal,WB Government,Durgapuja,Durgapuja Donation,Club Durgapuja Donation,দুর্গাপুজো,রাজ্য সরকার,পশ্চিমবঙ্গ সরকার,দুর্গাপুজোর অনুদান

আরও পড়ুনঃ যুবক-যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ, এই ৫ ব্যবসা করার জন্য টাকা দিচ্ছে খোদ রাজ্য সরকার

তবে দ্বিতীয় বছর থেকেই পঞ্চাশের বদলে ৬০ হাজার টাকা করে দেওয়া হয়। এরপর ২০২৩ সালে ৭০ হাজার টাকা দেওয়া হয়েছিল ক্লাবগুলিকে। আর এ বছর সেটা একলাফে পাঁচ কিংবা দশ নয় সোজা ১৫০০০ বাড়িয়ে ৮৫ হাজার টাকা করে দেওয়া হল। স্বাভাবিকভাবেই এই ঘোষণা শোনার পর খুশির হাসি হেসেছেন পূজা উদ্যোক্তারা।

যদিও এখানেই শেষ নয়, এদিন অনুদানের পরিমাণ বাড়িয়ে দেওয়ার পর আরও একটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানান ২০২৫ সালে এই অনুদান এক লক্ষ টাকা প্রতি ক্লাব করে দেওয়া হবে। একই সাথে পুজোর জন্য বিদ্যুতের বিল থেকে ফায়ার লাইসেন্স এই সমস্ত খরচেও ৭৫ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X