West Bengal has the 10 Dirtiest City in India Central Government grant for bengal

পশ্চিমবঙ্গেই দেশের সবচেয়ে নোংরা ১০টি শহর! আপনার সিটি আছে নাকি? দেখুন তালিকা

নিউজশর্ট ডেস্কঃ এমাসেই শেষ হয়েছে লোকসভা নির্বাচন, যার স্বরূপ তৃতীয়বার ক্ষমতায় ফিরেছে মোদী সরকার। সরকার গঠনের পরেই দেশের উন্নতির জন্য তৎপর হয়েছে কেন্দ্র। এরই মাঝে প্রকাশিত হয়েছে দেশের পরিষ্কার পরিচ্ছন্ন ও সবচেয়ে নোংরা শহরের তালিকা। যেখানে ১০টি শহর রয়েছে পশ্চিমবঙ্গেই।

বেশ কিছুদিন আগে দেশের নোংরা সোহরগুলিকে চিহ্নিতকরণের কাজ শুরু হয়। এরপর কেটে গিয়েছে পাঁচ মাস। এবার সেই তালিকার ভিত্তিতে উন্নয়নের জন্য টাকা মঞ্জুর করা হল। যেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ১০টি শহরের নাম রয়েছে। বাংলার কোন শহরগুলি সবচাইতে নোংরা? চলুন দেখে নিন তালিকা

পশ্চিমবঙ্গের সবচেয়ে নোংরা দশ শহর

  • হাওড়া
  • কলকাতা
  • ভাটপাড়া
  • কল্যাণী
  • মধ্যমগ্রাম
  • কৃষ্ণনগর
  • আসানসোল
  • রিষড়া
  • বিধাননগর
  • কাঁচরাপাড়া

এই সমস্ত শহরের মধ্যে কলকাতা ও ভাটপাড়া বাদে বাকি ৮টি শহর স্বচ্ছতার নিরিখে ১০০০ পয়েন্টও পার করতে পারেনি। এর ফলে ব্যাপক অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্য সরকারকেও। এই সমস্ত শহরের উন্নতির জন্য স্বচ্ছ ভারত মিশনে পশ্চিমবঙ্গের জন্য মোটা টাকা বরাদ্দ করল কেন্দ্র।

আরও পড়ুনঃ ইচ্ছামত নাম্বার বদলাচ্ছেন? এতগুলো সিম থাকলে হতে পারে ২ লক্ষ পর্যন্ত জরিমানা! চালু নতুন নিয়ম

পশ্চিমবঙ্গের জন্য কত টাকা বরাদ্ধ করল কেন্দ্রীয় সরকার?

সমীক্ষায় অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর থেকে প্রায় ৪,০৪৬ টনের মত বর্জ্য পদার্থ সংগ্রহ করা হয়। এই বিপুল বর্জ্যের ব্যবস্থা করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ৪,৫০০টি বর্জ্য সংগ্রহ ইউনিট ও ৪,৮০০ এর বেশি কম্পোস্টিং প্ল্যান্ড বসানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। এবার ৫ মাস পর সেই প্রস্তাবে সবুজ সংকেত দিয়ে পশ্চিমবংগের জন্য ৮৬০.৩৫ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র।

বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই প্রসঙ্গে জানানো হয়েছে। সেখানে বলা হয়, পশ্চিমবঙ্গ সরকারের যে প্রস্তাব এসেছিল সেটা দ্রুত বাস্তবায়নের জন্য বাড়তি অর্থ মঞ্জীর করা হয়েছে। দ্বিতীয় স্বচ্ছ ভারত মিশনে ২০২৬ সালের মধ্যে রাজ্যের সব শহরে বর্জ্য পক্রিয়াকরণের জন্য প্লান্ট তৈরির লক্ষ নেওয়া হয়েছে।

বলে রাখা ভালো, ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রথম স্বচ্ছ ভারত মিশন চলছিল। এই সময়ে পর্শ্চিমবঙ্গের জন্য মোট ৯১১.৩৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। দ্বিতীয় দফায় সেই বরাদ্দ বাড়িয়ে সর্বমোট ১,৪৪৯.৩ কোটি টাকা করা হয়েছে। তাই আশা করা হচ্ছে ২০২৬ সালের মধ্যে পশ্চিমবঙ্গের শহরগুলির হাল ফিরবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X