সঞ্চারী মন্ডল,বাংলা ধারাবাহিক,গসিপ,বিনোদন,টলিউড,গাঁটছড়া,Sanchari Mondal,Bengali Mega Serial,Gossip,Entertainment,Tollywood,Gantchara

‘বাধ্য হয়েছি ‘গাঁটছড়া’ ছেড়ে বেরিয়ে আসতে’, বাংলার সেরা সিরিয়াল নিয়ে বিষ্ফোরক মন্তব্য অভিনেত্রী সঞ্চারীর

এই মুহূর্তে টিআরপি(TRP) তালিকার শীর্ষস্থানটি নিজের দখলে রেখেছে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’(Gatchhora)। সম্প্রতি এই সিরিয়াল ছেড়েই বেরিয়ে এলেন অভিনেত্রী সঞ্চারী মন্ডল(Sanchari Mondal)। সঞ্চারী মন্ডলের এ হেন সিদ্ধান্তে রীতিমত হতভম্ব দর্শকমহল। প্রসঙ্গত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছিলেন তিনি। সম্প্রতি তার এই সিদ্ধান্তের পেছনে থাকা রহস্য উন্মোচন করলেন তিনি।

গাঁটছড়ায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছিলেন সঞ্চারী। কিন্তু ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেই তার চরিত্রটিতে বদল আসতে দেখতে পান অনুগামীরা। তিনি বেরিয়ে যাওয়ার পর রীতিমত সোরগোল পড়ে যায় দর্শকমহলে। ঠিক কী কারণে ধারাবাহিক ছেড়ে বেরিয়ে গিয়েছেন তিনি? বারংবার এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে। যদিও এতদিন এই প্রসঙ্গে মুখ খোলেননি তিনি।

এবার গোটা বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলতে দেখা গেল অভিনেত্রীকে। তিনি জানিয়েছেন এই সিদ্ধান্ত তিনি বাধ্য হয়েই নিয়েছেন। ২৩ ফেব্রুয়ারি শেষ শুটিং করেছেন তিনি। সরাসরি কারও নামে অভিযোগ না জানালেও তিনি জানান, তারা অভিনয় জগতে আছেন মানে এই নয় সবার সবকিছু মেনে নিয়ে টিকে থাকতে হবে। অভিনয় জগতের আগে তার নিজেরা একটা মানুষ। যারা সবকিছু মেনে নিয়ে টিকে থাকতে পারে তারা সত্যিই প্রতিভাবান।

সঞ্চারীর কথায়, তার কাছে প্রতিটা প্রোজেক্ট একটা সংসারের মতো, আর একসঙ্গে কাজ করতে গেলে ছোটখাটো ঝামেলা হতেই পারে, যেমন সংসারে একসঙ্গে থাকলে ছোটখাটো ঝগড়া বাধে সেরকমই। তবে ঠিক যে কারণে সংসারের সমস্ত কথা সবার সাথে শেয়ার করা যায়না একইভাবে এই কথাও প্রকাশ্যে বলার নয়।

তাই ঠিক কী কারণে গাঁটছড়া পরিবার থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছেন তিনি সে কথা তার মনেই থাক। তবে ‘গাঁটছড়া’র চরিত্রটিকে পিছনে ফেলে আসলেও অভিনেত্রী জানিয়েছেন ধারাবাহিকের সকলের প্রতি তার ভালোবাসা ঠিক আগের মতোই রয়েছে। তবে তার অনুরাগীরা তাকে আবারও ছোটো পর্দায় দেখতে চাইছে। আর তাই তিনি খুব শিঘ্রই আবার টেলিভিশনে ফিরবেন।

Avatar

Moumita

X