where is now uttam kumars heroine arati bhattcharya

ছিল ‘মহানায়িকা’ হওয়ার সুযোগ, উত্তম-সৌমিত্রর সাথে কাজ করেও কোথায় হারিয়ে গেলেন আরতি ভট্টাচার্য্য?

নিউজশর্ট ডেস্কঃ আজকের দিনে বাংলা ইন্ডাস্ট্রি (Bangla Industry) খানিকটা ম্রিয়মাণ হলেও একটা সময় ছিল যাকে এক কথায় স্বর্ণযুগ বলা হত। সেই স্বর্ণযুগের অনেক কারিগরই হয়ত আর ইহজগতে নেই। তবে তার মধ্যে কিছু কিছু ব্যক্তিত্ব এমনও আছেন যারা জীবনের শেষদিন পর্যন্ত কাজ করে গেছেন। আবার কেউ কেউ এমনও আছেন যারা কেরিয়ারের মাঝ পথেই রাস্তা বদলে বিদায় জানিয়েছেন লাইট ক্যামেরার দুনিয়াকে। তেমনই এক অভিনেত্রী হলেন আরতি ভট্টাচার্য্য (Arati Bhattacharya)।

বর্তমান প্রজন্মের কাছে হয়তো এই নামটা একটু নতুন, তবে যারা পুরোনো দিনের ছবি দেখতে অভ্যস্ত তারা খুব ভালোভাবেই চিনে থাকবে আরতি ভট্টাচার্য্যকে। একটাসময় টলিউডে ব্যাপক নাম কুড়িয়েছিলেন তিনি। যদিও জামশেদ পুরের এই মেয়ের স্বপ্ন ছিলো ডাক্তার হওয়ার তবে ভাগ্যের ফেরে এসে পড়লেন টলিউডে।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি বিশেষ ঝোঁক ছিল তার। আর সেই কারণে প্রায়শই ড্রামা কম্পিটিশনে অংশগ্রহণ করতেন তিনি। তাকে নিয়ে নিরাশ হতেননা অভিভাবকরাও। প্রতিটি প্রতিযোগিতায় ফার্স্ট প্রাইজ যেন তার জন্যই নির্ধারিত। অভিনয়ের প্রশংসা আর সকলের উৎসাহের সৌজন্যে তার মনেও অভিনয়ের আগ্রহ জাগে।

এরপর বড় পর্দার হাতছানিতে মাঝপথেই ছেড়ে দেন পড়াশোনা। মা-কে সাথে নিয়ে পাড়ি দেন চুঁচুড়ায়। ভাষার কথা বললে, হিন্দি আর ইংরেজি দুটোতেই ছিলেন তুখোড়। আর তাই তো সহজেই বলিউডে চান্স পেয়ে গেছিলেন। তবে কঠিন হয়েছিল বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। অনেক চেষ্টার পর ১৯৭২-এ প্রথম বাংলা ছবিতে কাজ পান তিনি। এরপর একটানা ১০ বছর সমানতালে কাজ করেছেন নায়িকা।

কাজ করেছেন মহানায়ক উত্তম কুমার (Uttam Kumar) এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) মতো কিংবদন্তি তারকাদের সঙ্গেও। কালজয়ী ছবি ‘স্ত্রী’তে নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও আরতি অভিনীত কিছু ছবি হল, ‘পিকনিক’, ‘আমি সে ও সখা’, ‘জাল সন্ন্যাসী’, ‘জব চার্ণকের বিবি’, ‘নিশান’, ‘অসাধারণ’, ‘আনন্দমেলা’, ‘প্রেয়সী’, ‘নন্দিতা’ ইত্যাদি। দাপটের সঙ্গে অভিনয় করেও কেন হারিয়ে গেলেন এই অভিনেত্রী?

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৮২ সালে ভোজপুরি নায়ক কুনাল সিং-র সাথে সাতপাকে বাঁধা পড়েন আরতি। আর তারপর থেকেই দূরত্ব বাড়ান ইন্ডাস্ট্রির সঙ্গে। আপাতত লেখালেখি নিয়েই জীবন কাটছে তার। ঠিক কী কারণে অভিনয় চেয়েছিলেন তা না জানা গেলেও টলিউড যে এক প্রতিভাকে হারিয়েছিলো তা বলাই বাহুল্য।

Avatar

Papiya Paul

X