নিউজশর্ট ডেস্কঃ যেকোনো নতুন জায়গায় ঘুরতে গেলে আমরা সেই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে রাস্তাঘাট, মানুষজন সমস্ত কিছু নিয়েই আলোচনা করি। ভারতের এমন অনেক সুন্দর জায়গা রয়েছে যে জায়গাগুলো সম্পর্কে অনেক তথ্য আছে। আর ভারতের এই সমস্ত জায়গাগুলো সম্পর্কে জানার আগ্রহ থাকে বহু মানুষের।
আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো ভারতের সবথেকে পরিষ্কার শহর(Cleanest City Of India) কোনটি? বার্ষিক ‘স্বচ্ছ সর্বেক্ষণ’ সার্ভিসের সদস্যদের বিচারে ভারতের সবথেকে পরিষ্কার শহর হল ইন্দোর। এই নিয়ে পরপর সাতবার ভারতের সবথেকে পুরষ্কার শহরের খেতাব পেতে চলেছে মধ্যপ্রদেশের ইন্দোর জেলা।
সম্প্রতি ইন্দোর জেলার প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে শহর বা শহরতলীতে কোন ভিখারী শিশুর খোঁজ দিতে পারলে তাকে নগদ এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। আসলে এই জেলাকে ভিখারি মুক্ত করার উদ্দেশ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
জেলাশাসক জানিয়ে দিয়েছেন যে রাস্তাঘাটে কোন পথ শিশুকে ভিক্ষা করতে দেখলে সেই তথ্য প্রশাসনের হাতে তুলে দিতে পারলেই পুরস্কার পাওয়া যাবে। প্রথম স্থানে ইন্দোর থাকলেও ভারতের পরিষ্কারতম শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাটের সুরাত। যদিও ২০২৩ সালে গুজরাটের সুরাত প্রথম স্থান অধিকার করেছিল।
এরপর তৃতীয় স্থানে রয়েছে নবী মুম্বাই। আর ২০২৩-এর সার্ভে রিপোর্ট অনুযায়ী পঞ্চম স্থানে রয়েছে ভোপাল। ষষ্ঠ স্থান আছে বিজয়ওয়াড়া, সপ্তম স্থানে নয়া দিল্লি, অষ্টম স্থানে মাইসোর এবং নবম স্থানে চন্ডিগড় আর দশম স্থানে রয়েছে আমেদাবাদ। ২০২১ সালের রিপোর্ট অনুযায়ী সর্বশেষ অর্থাৎ ২৩ তম স্থানে যুগ্মভাবে জায়গা হয়েছিল মেঘালয় এবং পশ্চিমবঙ্গের।